বাংলাদেশের পর এবার আফগানিস্তান সরাসরি বিশ্বকাপে খেলার পথে
আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলাটা নিশ্চিত। বাংলাদেশের পর এবার আফগানিস্তানেরও সরাসরি বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত।
আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলাটা নিশ্চিত। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলার ব্যাপারটা নিশ্চিৎ হয়ে যায়। বাংলাদেশের পর এবার আফগানিস্তানেরও সরাসরি বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত।
শ্রীলঙ্কা ও আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে শেষ হতে পারেনি। টসে জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। ৪৮.২ ওভার খেলেই গুটিয়ে যায় আফগানিস্তান। এরপর শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে ২.৪ ওভার খেলার পর শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা শুরু হতে পারেনি।
ম্যাচ শেষ না হলেও এই ম্যাচ থেকে পাওয়া ৫ পয়েন্টই আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ প্রায় নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। এই ম্যাচের পর বিশ্বকাপ সুপার লীগে ১৪ ম্যাচ খেলে ১১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে আফগানিস্তান। যেখানে বিশ্বকাপের আয়োজক ভারত এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৭ দল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। তাই বিশ্বকাপে আফগানিস্তানের সরাসরি খেলাটা প্রায় নিশ্চিত। বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।
তবে আফগানিস্তানকে পেছনে ফেলার সম্ভাবনা আছে শুধু দক্ষিণ আফ্রিকার। ২৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচ বাকি থাকতেই তাদের পয়েন্ট ৫৯। কিন্তু তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজ না খেলায় আফগানিস্তানকে টপকে যাওয়া সহজ হবে না দক্ষিণ আফ্রিকার। আর যদি টপকেও যায় আফগানিস্তান শীর্ষ আটের বাইরে যাবে না।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরটির আয়োজক ভারত। চতুর্থবারের মত ভারত ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করতে চলেছে। তবে এই প্রথম এককভাবে ভারত কোন বিশ্বকাপের আয়োজক । এর আগে প্রতিবারই যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে ভারত। আসরটি চলবে অক্টোবর – নভেম্বর পর্যন্ত।