কাতার বিশ্বকাপই শেষ বিশ্বকাপ? নেইমারের সাক্ষাৎকার ভাইরাল
সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার নেইমার? বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে চোট পান তিনি।
এবারের ফুটবল বিশ্বকাপই হতে যাচ্ছে একঝাঁক তারকা ফুটবলারের শেষ বিশ্বকাপ। এদেরকে আর দেখা যাবে না পরবর্তী বিশ্বকাপের আসর মাতাতে। কাতার বিশ্বকাপই হবে তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো শেষ বারের মত মাতিয়ে যাচ্ছেন বিশ্বকাপের আসর।
সেই তালিকায় কি এবার নাম লিখতে যাচ্ছেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার নেইমার? কাতার বিশ্বকাপই হতে পারে তার শেষ ক্যারিয়ারের বিশ্বকাপ।আর এমনটাই আভাস দিয়েছেন স্বয়ং এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।
এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ” আমি শেষ বিশ্বকাপ মনে করেই এই বিশ্বকাপ খেলব। আমি এটা নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। আমি প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কি না, সে ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না।
নেইমার আরো বলেন ” আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি। আমাদের কোচ বদলে যাবে এই বিশ্বকাপের পর। আমি জানি না নতুন যিনি আসবেন, তিনি আমাকে পছন্দ করবেন কি না! জাতীয় দলের সঙ্গে আমার দীর্ঘ ইতিহাস। আশা করি, শেষটা ভালো ভাবেই করব। “
ব্রাজিলের নাম্বার টেন আরও বলেন, ” ব্রাজিলের হয়ে খেলা স্বপ্নের মতো। আমি কখনও নম্বরের কথা ভাবিনি। কাউকে কখনও ছাপিয়ে যেতেও চাইনি। না ইচ্ছা ছিল রেকর্ড ভাঙারও। আমি শুধু ফুটবলই খেলতে চেয়েছিলাম। “
সার্বিয়ার সাথে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইনজুরিতে পরে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ত্যাগ করেন নেইমার। ব্রাজিলের গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই ইনজুরির কারনে গ্রুপপর্বের ম্যাচগুলোতে আর খেলার সম্ভাবনা নেই নেইমারের। ইনজুরির কারনে ছিটকে যাওয়ার পর ভাইরাল হয়ে গেছে নেইমারের সেই সাক্ষাৎকার।
উল্লেখ্য ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করে ব্রাজিল। ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ
পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তবে ইনজুরির কারনে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নেইমারের থাকা অনিশ্চিৎ। দল সেকেন্ড রাউন্ডে গেলে, দলে দেখা যেতে পারে ব্রাজিলের এই ফুটবল সুপারস্টারের।