ঝাড়ুদার থেকে কোচ হয়ে বিশ্বকাপে সফল, সৌদি আরবের কোচ

ঝাড়ুদার থেকে কোচ হয়ে বিশ্বকাপে সফল, সৌদি আরবের কোচ

আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার ম্যাচে মেসির দলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে সৌদিরা। সৌদি আরবের কোচ হার্ভে রেনার।

 

আর্জেন্টিনা এবং সৌদি আরব ম্যাচে মেসির দলকে হারিয়ে  ইতিহাস সৃষ্টি করেছে সৌদিরা। তবে তার নেপথ্য নায়কের গল্পটা হয়তো অনেকেরই অজানা। আর্জেন্টিনা মতো পরাক্রমশালী দল, যেখানে আছেন লিওনেল মেসির মতো ফুটবল জাদুকর, তাদের বিপক্ষেই পিছিয়ে পড়া থেকে জয় ছিনিয়ে নেয়া সহজ ছিলোনা  সৌদি আরবের জন্য। নেপথ্যে থেকে সেই অসাধ্যই সাধন করেছেন একজন। 

 

বিশ্বমঞ্চে অবিশ্বাস্য এই সৌদিকে প্রস্তুত করেছেন কে? নামটি হার্ভি রেনার। যার অতীত জানলে আপনিও চমকে উঠতে পারেন। সৌদি আরবের আজকের এই সফল ফুটবল কোচ একসময় ছিলেন ঝাড়ুদার। অবিশ্বাস্য হলেও সত্য, ৩০ বছর বয়সে ফ্রান্সের দ্রাগনুইনারের কোচ থাকাকালীন সময়ে, প্রশিক্ষণের পাশাপাশি ঝাড়ুদারের কাজটাও করতেন রেনার।

 

অবশ্য এটিই রেনারের প্রথম সাফল্য নয়। কোচিং পেশায় দুটি ভিন্ন দেশের হয়ে আফ্রিকা কাপ অব নেশন্স জেতার কীর্তি রয়েছে এই ফরাসি কোচের। তবে কোচিং ক্যারিয়ারের শুরুর সময়টা খুব একটা মনে রাখার মতো হয়নি তার। কিন্তু জাম্বিয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে যাওয়া এক রেনারের দেখা মেলে ডাগআউটে।

 

জাম্বিয়ার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় মৌসুমেই আইভরিকোস্টকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্স জেতান রেনার। পরে তার হাতে ধরে একই শিরোপা ঘরে তুলেছে আইভরিকোস্টও। এরপর কোচিং করিয়েছেন মরক্কোকেও। শেষমেশ সৌদির দায়িত্ব পেয়ে বিশ্বকাপে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নকেই হারিয়ে দিল রেনারের শিষ্যরা।এরপর থেকে প্রশংসায় ভাসছেন সৌদির কোচ।

 

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg