হাসপাতালে কেমন আছেন পেলে

হাসপাতালে কেমন আছেন পেলে?

হাসপাতালে কেমন আছেন পেলে?

 

বিশ্বজুড়ে ফুটবলের কালো মানিক হিসেবে পরিচিত, ফুটবলের রাজা বিশ্বকাপের সময় অসুস্থ হয়ে আছেন হাসপাতালের বেডে।

 

ফুটবল বিশ্বকাপে সর্বাধিক ৫ বার শিরোপা জয়ী দেশ ব্রাজিল। বল পায়ে শৈল্পিকতা আর তারকা-মহাতারকার জুড়ি মেলা ভার ফুটবলের এই স্বর্গরাজ্যে। তারমধ্যে সবার ওপরে আছেন পেলে। বিশ্বজুড়ে ফুটবলের কালো মানিক হিসেবে পরিচিত, ফুটবলের রাজা বিশ্বকাপের সময় অসুস্থ হয়ে আছেন হাসপাতালের বেডে।

 

বর্তমানে বিশ্বকাপ খেলতে কাতারে ব্যস্ত ব্রাজিল দল। গোটা বিশ্বও এখন ফুটবলের উন্মাদনায় বুঁদ হয়ে আছে। আনন্দ, উল্লাসে নানান রঙের, বাহারি সাজে সেজেছে বিশ্বকাপের আয়োজক কাতার। এরমধ্যে ফুটবল কিংবদন্তি পেলের অসুস্থতার খবর, সবার জন্যই বয়ে এনেছে বিষন্নতা । বর্তমানে নিজ দেশ ব্রাজিলের  সাও পাওলোতে একটি  হাসপাতালে ভর্তি আছেন পেলে।

 

হাসপাতালে ভর্তি হওয়ার আগে চলতি ফুটবল বিশ্বকাপ উপভোগ করেছেন ফুটবলের রাজা। এই বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। তবে বিশ্বকাপের মাঝেই তার হাসপাতালে ভর্তির খবরে নড়েচড়ে বসেছে ফুটবল ভক্তরা।

 

৮২ বছর বয়সী পেলে দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারে আক্রান্ত। নিয়মিত চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গণমাধ্যমকে জানান তার মেয়ে কেলি নসিমেন্তো। তিনি বলেন, ” বাবাকে নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে এনেছি। নতুন কোনো সমস্যা বা মারাত্মক কোনো পরিস্থিতি তৈরি হয়নি। “

 

এদিকে পেলের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই খোঁজখবর নিতে সরব হয়েছে গোটা বিশ্ব। মানুষের এমন ভালোবাসার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পেলের পরিবার। এজন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তার মেয়ে। নসিমেন্তো বলেন, ” বাবার অসুস্থতার খবর শুনে অনেকে খবর নিয়েছেন। সবার উদ্বেগ এবং ভালোবাসার জন্য শ্রদ্ধা, ধন্যবাদ। “

 

উল্লেখ্য, ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে পেলের। এছাড়া আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়ার আগে পেশাদার ফুটবলে করেছেন এক হাজার গোল। যে কারণে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবেও বিবেচনা করা হয় তাকে। কাতার বিশ্বকাপেও হেক্সা জয়ের জন্য নেইমারদের শুভকামনা জানিয়েছেন তিনি।

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg