আইপিএলকে বিদায় জানিয়ে চেন্নাইয়ের বোলিং কোচ ব্রাভো

আইপিএলকে বিদায় জানিয়ে চেন্নাইয়ের বোলিং কোচ ব্রাভো

দীর্ঘ সময়ের আইপিএল ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাভো। 

 

দীর্ঘ সময়ের আইপিএল ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। আইপিএলের আগামী আসরে আর মাঠে দেখা যাবে না তাকে। তবে নতুন ভূমিকায় দেখা যাবে বিনোদনের এই ফেরিওয়ালাকে। চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাভো। 

 

আইপিএলে খেলোয়াড়ি জীবনের শেষ টেনে কোচিং ক্যারিয়ারে প্রবেশ করতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ অলরাউন্ডার। এক বিবৃতির মাধ্যমে আইপিএল থেকে অফিসিয়ালি অবসরের ঘোষণা দেন ব্রাভো। অন্যদিকে চেন্নাই সুপার কিংস থেকে অফিসিয়ালি এক বিবৃতির মাধ্যমে জানানো হয় তাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা। 

 

ব্রাভোর  অবসরের কথা জানিয়ে সিএসকে এর সিইও, কে এস বিশ্বনাথ আইপিএলে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ব্রাভোকে অভিনন্দন জানান। বিশ্বনাথ বলেন, ব্রাভো এক দশকেরও বেশি সময় ধরে সুপার কিংস পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এভাবে ব্রাভোর সঙ্গে কাজ চালিয়ে যেতে তারা উৎসাহী। 

 

ব্রাভো জানান, তিনি এই নতুন যাত্রার ( বোলিং কোচ ) অপেক্ষায় আছেন। কারণ মাঠে তার খেলোয়াড় হিসেবে থাকার দিনগুলো শেষ হয়েছে। ব্রাভো জানান, বোলারদের সঙ্গে কাজ করা তিনি উপভোগ করেন এবং এ ভূমিকা নিয়ে তিনি ভীষণ  উত্তেজিত। ব্রাভো মনে করেন  খেলোয়াড় থেকে কোচ হিসেবে তাকে  মানিয়ে নিতে খুব বেশি কষ্ট করতে হবেনা।

 

ব্রাভো আরো বলেন, তিনি সবসময় বোলারদের সাথে কাজ করতে মুখিয়ে থাকেন এবং কীভাবে ব্যাটারদের থেকে এক ধাপ এগিয়ে থাকা যায় সে সম্পর্কে পরিকল্পনা এবং ধারণা নিয়ে আসার চেষ্টা করেন। ২০০৮ সালের প্রথম আইপিএল থেকে ব্রাভো এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সবমিলিয়ে  ব্রাভোর আইপিএল ক্যারিয়ার সমৃদ্ধই। 

 

আইপিএলে চেন্নাই সুপার কিংসয়ের হয়ে ব্রাভো মোট  ম্যাচ খেলেছেন ১৪৪ টি। বল হাতে নিয়েছেন ১৬৮ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ১৫৫৬ রান। চেন্নাই কতৃপক্ষের মতে, ব্রাভোর দীর্ঘ এই অভিজ্ঞতা তাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য অনেক মূল্যবান হবে। তারা আত্মবিশ্বাসী যে চেন্নাইয়ের বোলিং বিভাগ ব্রাভোর নির্দেশনায় উন্নতি করবে।

ব্রাভোর নতুন যাত্রায় তাকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg