অধিনায়ক লিটন দাসের অন্যরকম শুরু
লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। গেল কয়েক মাস টি-টোয়েন্টির ব্যস্ত সময় পার হওয়ায়, মাঠের বাইরে ছিলেন তামিম। ভারত সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা ছিলো তার। কিন্তু সেটাও আর হলো না। শেষ পর্যন্ত চোটের কবলে পড়ে গোটা ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যান তিনি। এ কারণেই ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় লিটন কুমার দাসকে।অধিনায়ক হিসেবে এটিই ছিল লিটনের প্রথম পরীক্ষা। সেই পরীক্ষায় বেশ ভালো নাম্বার পেয়েই পাশ করলেন সময়ের সেরা এই ব্যাটসম্যান।
এক ম্যাচ হাতে রেখেই পরাক্রমশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ এনে দেন তিনি। শুধু যে ম্যাচ আর সিরিজ জেতালেন তা নয়, সাকিব আল হাসানদের মতো বড় তারকাদের নেতৃত্ব দেওয়ার চাপটাও বেশ ভালোভাবে সামলে নিয়েছেন লিটন। এরপর থেকে বাংলাদেশের ক্রিকেটে প্রশংসীত হচ্ছে লিটনের নেতৃত্ব। রোহিত শর্মার দলকে সিরিজ হারিয়ে বেশ খুশি বাংলাদেশের নয়া অধিনায়ক।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, ” অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম সিরিজ জয়। এজন্য বেশ খুশি অনুভব হচ্ছে। দলকে জেতাতে পেরে খুব ভালো লাগছে। যদিও ম্যাচে অনেক সময় আমরা চাপে পড়েছি, আবার চাপ সামলে ফিরে এসেছি। সবাই নিজের জায়গা থেকে দারুণ খেলেছে। তবে মিরাজ, রিয়াদ সহ কয়েকজনকে আলাদাভাবে কৃতিত্ব দিতেই হবে। পুরোটাই আসলে টিম গেম “।
প্রথম সিরিজেই লিটনের অধিনায়কত্বে দেখা গেছে বুদ্ধিমত্তার ছাপ। উইকেট বুঝে বোলারদের ব্যবহার করেছেন। সেরা বোলারদের ব্যবহার করার ক্ষেত্রে বিরতিতে রেখেছেন, যাতে গুরুত্বপূর্ণ সময়ে এসে সংকটে না পড়ে যান। ভারতের মতো ব্যাটিং লাইন-আপকে আটকে দিতে, বরাবরই বিচক্ষণ অধিনায়ক হতে হয়। সেখানেই লিটন সফল। সিরিজ জয়ের পর সরল স্বীকারোক্তিটা দিলেন তিনি নিজেও।
লিটনের সামনে এখন আরো একটি সুবর্ণ সুযোগ৷ অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। তবে সেই কাজটি মোটেই সহজ হবে না। কারণ, সিরিজের তিন নম্বর ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেখানে উইকেট সবসময় ব্যাটিং সহায়ক থাকে। আর সেখানে ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙ্গে দিতে পারলেই হোয়াইটওয়াশ করা যাবে।
তবে ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশের ক্রিকেট। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অভিনন্দন জানানোর পাশাপাশি নেটিজেনদের অনেকেই টাইগারদের সিরিজ জয়ে অভিনন্দন জানাচ্ছে।সেই সাথে প্রশংসিত হচ্ছে লিটনের অধিনায়কত্বও।লিটন দাসের বৃহস্পতি যেন এখন তুঙ্গে।