আর্জেন্টিনার বিপক্ষে চোট পাওয়া শাহরানির চিকিৎসা জার্মানিতে?

আর্জেন্টিনার বিপক্ষে চোট পাওয়া শাহরানির চিকিৎসা জার্মানিতে?

আর্জেন্টিনার বিপক্ষে চোট পাওয়া শাহরানির চিকিৎসা জার্মানিতে?

 

সৌদি ডিফেন্ডার শাহরানির সঙ্গে ধাক্কা লেগেছে মোহাম্মদ আল ওয়াইসের। এসময় শাহরানির মুখে ওয়াইসের হাঁটুতে প্রচণ্ড আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন তিনি।

 

সৌদি আরবের ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা জয়টি পেয়েছে মঙ্গলবার। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লুসাইল স্টেডিয়ামে শক্তিশালী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে তারা। যদিও ফুটবলপ্রেমীদের চোখে এই ম্যাচ, বড় এক অঘটন। কিন্তু সৌদির জন্য বিশাল আনন্দময় একটি ম্যাচ, নিঃসন্দেহেই।

 

ম্যাচের শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরেছে সৌদি। বিরতির পর মাত্র ৫ মিনিটের ব্যবধানে আলবিসেলেস্তেদের জালে দুইবার বল পাঠিয়ে দেয় তারা। তখন থেকেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। যেখানে একটি আক্রমণ ঠেকাতে গিয়ে গুরুতর চোট পান সৌদি ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি।

 

ম্যাচে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে সামনে ওঠে আসেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। সেখানে তার সঙ্গে সংঘর্ষ হয় যায় নিজেদের ডিফেন্ডার শাহরানির। এসময় ওয়াইসের হাঁটুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে শাহরানির মুখে। তাৎক্ষনিকভাবে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে স্ট্রেচারে করে মাঠও ছাড়তে হয়।

 

জানা গেছে, শাহরানির চোয়াল এবং মুখের বামদিকের হাড় ভেঙে গেছে। যা খুবই গুরুতর। এই কারণে জীবন নিয়ে শঙ্কায় পড়ে যাওয়া শাহরানিকে চিকিৎসার জন্য বিশেষ বিমানে করে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছে। এই ফুটবলারের চিকিৎসার ভার বহন করবে সৌদি সরকার। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশ, শাহরানির চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়।

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg