বিশ্বকাপে ভিন্ন কায়দায় প্রতিবাদ জানিয়ে আলোচনায় জার্মানি

বিশ্বকাপে ভিন্ন কায়দায় প্রতিবাদ জানিয়ে আলোচনায় জার্মানি

‘অন লাভ’ লেখা ‘আর্মব্যান্ড’ পরলে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ। জার্মানি ফটো সেশনে মুখে হাত রেখে ভিন্নভাবে সমকামিতার প্রতি সমর্থন দেখিয়েছে৷

 

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ইসলামী রাষ্ট্র কাতারে। তাই নিয়মকানুনের অনেক বিধিনিষেধ থাকছে এবারের বিশ্বকাপে।দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় গা না ভাসিয়ে মাদক, সমকামিতার মতো কাজগুলো নিষিদ্ধ করেছে কাতার কর্তৃপক্ষ। দেশটির বিধিনিষেধের প্রতি সম্মান দেখাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

 

তবে এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে অনেকেই। সর্বশেষ সমকামিতা নিষিদ্ধ করার প্রতিবাদে শামিল হয়েছে ইউরোপের বেশ কয়েকটি সংস্থা। একইভাবে প্রতিবাদ জানিয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক এবং সুইডেনের মতো দেশগুলো।

 

দেশগুলো চেয়েছে, সমকামিতার সমর্থন দেখিয়ে বিশেষ ধরনের আর্মব্যান্ড পড়ে মাঠে নামবেন তাদের অধিনায়করা। যেখানে লেখা থাকবেওয়ান লাভ কিন্তু সেই সিদ্ধান্তে অনুমতি দেয়নি ফিফা। একইসাথে আর্মব্যান্ডপড়লে শাস্তির হুশিয়ারিও দেয় কর্তৃপক্ষ। যে কারণে বিশেষ সেইআর্মব্যান্ডপড়ার সিদ্ধান্ত থেকে সরে আসে দেশগুলো।

 

তাতেও অবশ্য থেমে থাকেনি জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে মাঠে নেমেই ভিন্ন কায়দায় সমকামিতার সমর্থন জানিয়েছে দলটি। জাপানের বিপক্ষে ম্যাচের আগে ফটোসেশনে মুখে হাত দিয়ে রাখেন সবাই। এর মাধ্যমে তারা বুঝিয়েছে, বাক স্বাধীনতার কেড়ে নেওয়া। বিষয়টি এক টুইট বার্তায় জানিয়েও দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন।

 

সেই পোস্ট ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। এরপর থেকেই 

আলোচনার কেন্দ্রবিন্দুতে জার্মানি। জাপানের সাথে প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াতে চায় জার্মানি।

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg