কাতার বিশ্বকাপে কিংবদন্তি ম্যারাডোনার রেকর্ড ভাঙতে চলেছেন মেসি

কাতার বিশ্বকাপে কিংবদন্তি ম্যারাডোনার রেকর্ড ভাঙতে চলেছেন মেসি দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড ভাঙতে চলেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ও তার স্বদেশী লিওনেল মেসি। ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই কিংবদন্তির হাত ধরেই নিজেদের সবশেষ বিশ্বকাপের ট্রফি জেতার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি অ্যাসিস্ট…

কাতার বিশ্বকাপে কিংবদন্তি ম্যারাডোনার রেকর্ড ভাঙতে চলেছেন মেসি

দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড ভাঙতে চলেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ও তার স্বদেশী লিওনেল মেসি।

ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই কিংবদন্তির হাত ধরেই নিজেদের সবশেষ বিশ্বকাপের ট্রফি জেতার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ডও রয়েছে ম্যারাডোনার। কিন্তু এই রেকর্ড ভাঙতে চলেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার  এবং তারই স্বদেশি লিওনেল মেসি।

 

আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপে ম্যারাডোনা ম্যাচ খেলেছেন ২১ টি এবং অ্যাসিস্ট করেছেন টি। যা আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ। কিন্তু এই রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলটির বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে মাঠে নেমেই মেসি টপকে যেতে পারেন কিংবদন্তি ম্যারাডোনাকে। 

 

মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে চার বিশ্বকাপ খেলে মোট ম্যাচ খেলেছেন ১৯ টি এবং অ্যাসিস্ট করেছেন টি। অর্থাৎ আর্জেন্টিনার হয়ে আর টি ম্যাচ খেললে এবং ৩টি অ্যাসিস্ট করলে তিনি ছুঁয়ে ফেলবেন ম্যারাডোনাকে। আর এরবেশি হলে ভেঙে ফেলবেন ম্যারাডোনার এই রেকর্ড। তবে শর্ত হলো, যদি তিনি ইনজুরি মুক্ত থাকেন।

চলতি বিশ্বকাপের হট ফেভারিট মেসির আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের মিশনে যাত্রা করতে যাচ্ছে তারা। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলছে মেসির দল।

Similar Posts