২৭ আগস্ট উদ্বোধন হবে এশিয়া কাপ।
এশিয়ান দলগুলো ইতিমধ্যেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত প্রতিটি দলই।
ক্রিকেটের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান ২৮ তারিখ মুখোমুখি হচ্ছে।
তবে তার আগেই সুখবর পেল পাকিস্তান ক্রিকেট দল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডে আসার পর থেকে একের পর এক চমক দিয়ে চলেছেন রমিজ রাজা।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড কয়েকজন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাব দিয়েছে।
বার্ষিক চুক্তির পরিমাণও বাড়ানো হচ্ছে। এতে বাবর আজমরা খুশি।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সব ক্রিকেটারের বেতন ১০ শতাংশ বাড়ানো হয়েছে।
৩৩ জনকে চুক্তির অফার দেওয়া হয়েছে।
তারা প্রত্যেকে ম্যাচের জন্য পাকিস্তানি মুদ্রায় ৮ লাখ ৩৮ হাজার ৫৩০ রুপি পাবেন।
গত বছর যা ছিল ৭ লাখ ৬২ হাজার ৩০০ টাকা।
ওডিআই ম্যাচে তারা পাবে ৫ লাখ ১৫ হাজার ৬৯৬ টাকা।
যা আগে ছিল ৪ লাখ ৬৮ হাজার ৮১৫ টাকা।
টি-টোয়েন্টিতে পাবেন ৩ লাখ ৭২ হাজার ৭৫ টাকা।
এশিয়া কাপের আগে এই সুখবর পাকিস্তানি ক্রিকেটারদের নতুন উৎসাহ দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এই প্রথম লাল-সাদা বলে চুক্তিতে সই করল পিসিবি।
তবে বেতন বৃদ্ধির সুখবর আগেই দিয়েছিলেন তারা।
২৭শে আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তান।
শিরোপা জিতে পাখির চোখ করলেন বাবর আজমস।
এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।