রোহিতকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন সাবেক কোচ

রোহিতকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন সাবেক কোচ

এবার রোহিতের এই ব্যর্থতার পেছনের কারণ খুঁজে বের করলেন তার সাবেক কোচ দীনেশ লাড। রোহিতের পাশে দাঁড়িয়ে তাকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন তিনি।

 

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতকে। বিশ্বকাপের হট ফেভারিট এই দলের বিদায়ের জন্য রোহিতের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। রোহিতের নেতৃত্বে দল হারায় তাকে নিয়ে হচ্ছে কঠোর সমালোচনা। এবার রোহিতের এই ব্যর্থতার পেছনের কারণ খুঁজে বের করলেন তার সাবেক কোচ দীনেশ লাড। রোহিতের পাশে দাঁড়িয়ে তাকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন তিনি। 

 

২০১৩ সালের পর আর কোন আইসিসি ট্রফি জেতেনি  ভারত। অনেকেই  কারণ হিসেবে কাঠগড়ায়  দাঁড় করিয়েছেন আইপিএলকে। এবার এই কথার সঙ্গে তাল মেলালেন দীনেশ লাডও। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীনেশ লাড বলেন, ” ভারতীয় দল গত ৭ থেকে ৮ মাসে স্থিতিশীল ছিল না। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তাই দলকে ঐক্যবদ্ধ হওয়া উচিৎ ছিলো। গত সাত মাসে কেউ আসছেন ওপেন করতে, কেউ আসছেন বোলিং করতে। দলটি মোটেও স্থিতিশীল নয়। “

 

দীনেশ লাড আরও বলেন, ” আইপিএল থেকে রোহিত নাম প্রত্যাহার করবে কি না, সেটা ওর ওপর নির্ভর করছে। এ বিষয়ে আমি সিদ্ধান্ত দিতে পারি না। ভারত আর নিজেদের রাজ্যের হয়ে ক্রমাগত ভালো খেললেই কেবল আইপিএলে সুযোগ পাওয়া যায়। আন্তর্জাতিক ম্যাচে ভালো পারফরম্যান্স করলে আইপিএল চুক্তির পরিমাণ বাড়ে। এমনি এমনি তো সুযোগ পাওয়া যায় না। “

 

আইপিএলের ধকলই কি রোহিতের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এমন প্রশ্নের জবাবে  দীনেশ লাড বলেন, ” ধকল কোন অজুহাত হতে পারে না। আইপিএল খেলছে কেন? বিশ্বকাপ জিততে হলে সরে দাঁড়াও আইপিএল থেকে। আন্তর্জাতিক আঙিনায় প্রতিটি ম্যাচ খেলা উচিত রোহিতের। কারণ, প্রতি ম্যাচ থেকেই আমরা কিছু না কিছু পাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কোনরকম আপস চলতে পারে না। “

 

উল্লেখ্য, রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর তার জায়গায় হার্দিককে অধিনায়ক করার গুঞ্জনও শোনা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই তিনি অধিনায়কের দায়িত্ব পেতেও চলেছেন। তবে এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি রোহিত।  বিশ্বকাপ ব্যর্থতার পর নিউজিল্যান্ড সিরিজে রোহিতকে বিশ্রাম দেয়া হয়। তবে দ্রুতই আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ভারত অধিনায়কের।