ইংল্যান্ডের হয়ে আবার বিশ্বকাপ খেলব ভাবিনি: হেলস

ইংল্যান্ডের হয়ে আবার বিশ্বকাপ খেলব ভাবিনি: হেলস কে জানত ইংল্যান্ডের দুই ক্রিকেটার অ্যাডিলেডে ১৪ কোটি ভারতীয়র স্বপ্ন ভেঙে দেবেন মাত্র ২ ঘণ্টায়! বিরাট কোহলি, রোহিত শর্মাকে সহজভাবে উড়িয়ে দিয়েছিলেন জস বাটলার এবং অ্যালেক্স হেলস। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটে জয় পায় ইংল্যান্ড। এই ম্যাচে হেলস ৪৭ বলে ৮৬…

ইংল্যান্ডের হয়ে আবার বিশ্বকাপ খেলব ভাবিনি: হেলস

কে জানত ইংল্যান্ডের দুই ক্রিকেটার অ্যাডিলেডে ১৪ কোটি ভারতীয়র স্বপ্ন ভেঙে দেবেন মাত্র ২ ঘণ্টায়!
বিরাট কোহলি, রোহিত শর্মাকে সহজভাবে উড়িয়ে দিয়েছিলেন জস বাটলার এবং অ্যালেক্স হেলস।
বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটে জয় পায় ইংল্যান্ড।

এই ম্যাচে হেলস ৪৭ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

৪টি চার ও ৭ ছক্কায় ম্যাচজয়ী ইনিংসটি সাজান ইংলিশ ওপেনার।

৪৯ বলে ৮০ রান আসে তার সঙ্গী বাটলারের ব্যাট থেকে।

তাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি গেল হেলসের হাতে।

কিন্তু পুরস্কার নিতে এসে বললেন, বিশ্বকাপে খেলার কথা ভাবিনি।

 

ম্যাচের পর উচ্ছ্বসিত হেলস বলেছেন, ‘এটা দারুণ একটা উপলক্ষ।
বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে এমন একটি ইনিংস সত্যিই আনন্দের।
আমি যেভাবে খেলেছি, এটা অবশ্যই একটি বিশেষ ইনিংস।
ব্যাট করার জন্য অ্যাডিলেড দারুণ মাঠ। দুর্দান্ত উইকেট। 
আমার এখানে ভালো স্মৃতি আছে। আমি এখানে ব্যাটিং উপভোগ করি।"
হেলস আরও বলেন, ‘আমি কখনো ভাবিনি বিশ্বকাপে আবার খেলব।
সুযোগ পাওয়াটা একটা বিশেষ অনুভূতি ছিল। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। 
আজকের রাতটি (ম্যাচের দিন) আমার ক্যারিয়ারের সেরা রাতগুলোর একটি ছিল।”
উল্লেখ্য, 2019 সালে মাদক গ্রহণের কারণে হেলস ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যান।
কিন্তু জনি বেয়ারস্টোর ইনজুরির কারণে আরেকবার সুযোগ পান তিনি। 
পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হেলসের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে ইংল্যান্ড।

Similar Posts

  • ভারতের বিপক্ষে জয়ের নায়ক মিরাজ কি বললেন?

    ভারত – বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগেই এই সিরিজ নিয়ে দর্শক চাহিদা তুঙ্গে। ৪ ডিসেম্বর ভারত – বাংলাদেশের প্রথম ওয়ানডেও ছিলো গ্যালারিতে উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনার ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্বাগতিক বাংলাদেশ । আর এমন জয়ের পর দর্শকদের আশার পালেও লেগেছে হাওয়া। সিরিজ ঘিরে বাড়ছে বাড়তি উত্তেজনা। এই ম্যাচের জয়ের নায়ক মেহেদী…

  • বাবর আজমের বেতন বেড়েছে

    বাবর আজমের বেতন বেড়েছে ২৭ আগস্ট উদ্বোধন হবে এশিয়া কাপ। এশিয়ান দলগুলো ইতিমধ্যেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত প্রতিটি দলই। ক্রিকেটের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান ২৮ তারিখ মুখোমুখি হচ্ছে। তবে তার আগেই সুখবর পেল পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডে আসার পর থেকে একের পর এক চমক দিয়ে চলেছেন রমিজ…

  • দল থেকে বাদ দেওয়ায় অবাক নন কেন উইলিয়ামসন

    আগামী বছর শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৬তম আসর। যার নিলাম অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বর মাসে। আর তার আগেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে বাদ দিয়েছে সানরাইজার্স হায়েদ্রাবাদ। ফলে গত আসরের মতো এই আসরে সানরাইজার্স হায়েদ্রাবাদের হয়ে আর নেতৃত্বে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে।   তবে দলের ভক্তদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই…

  • বিশ্বকাপের আগে চিন্তিত রোহিত

    বিশ্বকাপের আগে চিন্তিত রোহিত দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার সাথে চলমান টি-টোয়েন্টি সিরিজ হতে পারে বিশ্বকাপের আগে ভারতের সেরা প্রস্তুতি। যা অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ভারত যেভাবে হেরেছে তাতে আস্থা হারিয়েছে টিম ইন্ডিয়া। তাই চিন্তায় পড়ে গেলেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা। 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং…

  • সমালোচকদের কড়া জবাব দিলেন রমিজ রাজা

    সমালোচকদের কড়া জবাব দিলেন রমিজ রাজা বর্তমানে ত্রিদেশীয় সিরিজ খেলতে ব্যস্ত পাকিস্তান দলের ব্যাটিং দেখে। মনে হচ্ছে পাকিস্তান বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে। কারণ, টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান আর দলের সামনে তিন নম্বর ব্যাটসম্যান বাবর আজম। কিন্তু অনেক সমস্যা আছে। পাকিস্তানের মিডল অর্ডারের ব্যর্থতা গত এশিয়া কাপেও স্পষ্ট হয়েছিল। যে কারণে ফাইনালে…

  • বোনের মৃত্যুতে বদলে গেল শান মাসুদ

    বোনের মৃত্যুতে বদলে গেল শান মাসুদ সাম্প্রতিক সময়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। বিশেষ করে মিডল অর্ডারের দুর্ভোগ কাটছে না। যা এবারের এশিয়া কাপে স্পষ্ট। তাই শান মাসুদকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে ডাকল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 32 বছর বয়সী এই ব্যাটসম্যান দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলেও এখনও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। এদিকে বিশ্বকাপের…