শত্রু শিবিরে ঢুকে ব্যাটিং অনুশীলন করেন কোহলি

শত্রু শিবিরে ঢুকে ব্যাটিং অনুশীলন করেন কোহলি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটে-বলের লড়াই। কোয়ালিফায়ার চলছে। এরই মধ্যে সুপার টুয়েলভে টিকিট পাওয়া দলগুলোর ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করছেন। অলস বসে নেই বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে নিজেদের সেরাটা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন ভারতীয় ব্যাটসম্যান। বিশ্বকাপে নিজের সেরাটা দিতে নেট ছাড়তে চান না কোহলি। এবার শত্রু…

শত্রু শিবিরে ঢুকে ব্যাটিং অনুশীলন করেন কোহলি
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটে-বলের লড়াই। কোয়ালিফায়ার চলছে।
এরই মধ্যে সুপার টুয়েলভে টিকিট পাওয়া দলগুলোর ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করছেন। 
অলস বসে নেই বিরাট কোহলি। 
এবারের বিশ্বকাপে নিজেদের সেরাটা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন ভারতীয় ব্যাটসম্যান।
বিশ্বকাপে নিজের সেরাটা দিতে নেট ছাড়তে চান না কোহলি।
এবার শত্রু শিবিরে ঢুকে ব্যাটিং অনুশীলন চালিয়ে যান তিনি। 
ভারত যেখানে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলেছিল সেই মাঠেই অনুশীলন করেছিল পাকিস্তান দল। 
সেখানে দলের অনুশীলন না থাকলেও বাবর আজমের সঙ্গে অনুশীলনে যোগ দেন কোহলি।
এছাড়া তিন নেটে ব্যাটিং অনুশীলন করেন বাবর, কোহলি ও মোহাম্মদ রিজওয়ান।
এদিকে পাকিস্তানের জালে প্রায় ৪০ মিনিট ব্যাট করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। 
ভারতীয় নেট বোলার এবং পাকিস্তানিদের দ্বারাও বোল্ড হন তিনি। 
তাদের ব্যাটিংয়ের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরেই তা ভাইরাল হয়ে যায়।
ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড় নেটের পাশে দাঁড়িয়ে কোহলির ব্যাটিংয়ের পাখির চোখ দিয়েছিলেন।
অনুশীলন শেষে কোচের কাছে গিয়ে আলোচনা শেষ করেন কোহলি।
এদিকে ২৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মৃত্যু নিয়েও উত্তেজনা শুরু হয়েছে।
অনেকদিন ধরেই ফর্মের বাইরে ছিলেন কোহলি। 
ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় গত এশিয়া কাপে 1020 দিন পর 71তম সেঞ্চুরি করেছিলেন।
এরপর ভারতের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তার ব্যাট ক্লিক করে।
বিশ্বকাপেও সেই ছন্দ ধরে রাখতে চান কিং কোহলি।
ভারতকে বিশ্বকাপ জিততে হলে এই প্রাক্তন ভারত অধিনায়ককে জ্বলে উঠতে হবে।

Similar Posts

  • রমিজ শফিকের কাছে সুপারস্টার

    রমিজ শফিকের কাছে সুপারস্টার পাকিস্তান ক্রিকেটের বর্তমান সুপারস্টার কে? সে প্রশ্নের জবাবে অধিকাংশ মানুষের সৎ উত্তর বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে তিন ফরম্যাটেই সমান রাজত্ব করছেন পাকিস্তানি অধিনায়ক বাবর ও তরুণ ব্যাটসম্যান রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার আরেক সুপারস্টার হলেন আবদুল্লাহ শফিক। গত বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়…

  • প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে কী বললেন শেন বন্ড?

    প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে কী বললেন শেন বন্ড? সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-টোয়েন্টি লিগের জন্য মুম্বাই এমআই এমিরেটস দলের কোচ ঘোষণা করা হয়েছে। দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার শেন বন্ড। প্রধান কোচ ছাড়াও অন্যান্য কোচের নামও ঘোষণা করা হয়েছে। দলের বোলিং কোচ হবেন বিনয় কুমার। ব্যাটিং কোচ হিসেবে দেখা…

  • কোহলি তার ব্যাটিং ভিডিও দেখেন না

    কোহলি তার ব্যাটিং ভিডিও দেখেন না বিরাট কোহলির ব্যাটে বেশিদিন হাসি নেই। আর তাতেই তোলপাড় গোটা ক্রিকেট বিশ্ব। সেই অন্ধকারের কালো মেঘ সরিয়ে আলোর মুখ দেখেছেন ভারতীয় ব্যাটসম্যান। গত বছর এশিয়া কাপে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর, কোহলি এবার বিশ্বকাপ উপভোগ করছেন। আর বরাবরের মতোই প্রশংসার জোয়ারে ভাসছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচে…

  • অবসরের পর ওয়ানডেতে ফিরছেন স্টোকস?

    অবসরের পর ওয়ানডেতে ফিরছেন স্টোকস? 2019 সালে হোম ভেন্যুতে ওডিআই বিশ্বকাপ জেতার পর, ইংল্যান্ড 2022 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল। দুইবারই ইংলিশদের বিশ্বজয়ের স্বাদ দেওয়ার পেছনে নায়ক বেন স্টোকস। ফাইনালে গেলে স্টোকস সব সময়ই শিরোপা চায়। তার অনবদ্য পারফরম্যান্সে দুটি ফাইনালেই জিতেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের সামনে আরেকটি বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়নরা ভারতের মাটিতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শিরোপা…

  • টেস্ট থেকে অবসরের কারণ জানালেন রুবেল

    টেস্ট থেকে অবসরের কারণ জানালেন রুবেল বাংলাদেশের ইতিহাসে অন্যতম তারকা পেসার রুবেল হোসেন। এক সময় তিনি ছিলেন টিম বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত নাম। জাতীয় দলের জার্সিতে অনেক অর্জনের মধ্যে রয়েছে রুবেলের নাম। এবার সেই রুবেল টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটেও দেখা যাবে না তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন রুবেল একটি…

  • স্ত্রী ভাগ্য শামীম পাটোয়ারীর জীবনে সফলতা আনবে!

    স্ত্রী ভাগ্য শামীম পাটোয়ারীর জীবনে সফলতা আনবে! বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় হিসেবে আলো ছড়িয়েছেন তিনি। দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে, 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করা শামীম হোসেন পাটোয়ারীর ক্যারিয়ার এখনও দলের স্থায়ী সদস্য নয়। তবে ব্যক্তিগত জীবনে ইনিংস শুরু করেন বাঁহাতি হার্ড হিটার ব্যাটসম্যান। সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের…