বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী মুশফিক
বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী মুশফিক
ব্যাটিং ভালো হলে বোলিং খারাপ, কখনো কখনো ব্যাটসম্যানরা ছন্দ হারায়। দুই বিভাগেই ভালো হলে ফিল্ডিং এতটাই বেমানান হয়ে যায়। দুঃসময় থেকে বেরোতে পারছে না বাংলাদেশ দল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
বরাবরের মতোই ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থতার সব কলা পূর্ণ করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে কোনো ম্যাচেই জিততে পারেনি টাইগাররা। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে লিটন দাস-সাকিব ভালো ব্যাটিং করলেও বাজে বোলিং ও ফিল্ডিংয়ের কারণে হেরে যায় তারা।
ফলে বিশ্বকাপের আগে যেখানে সেরা প্রস্তুতি নেওয়া উচিত, সেখানে বদলে হতাশার গল্প লিখল বাংলাদেশ। তবে দলের ওপর আস্থা হারাননি মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের মতে, বাংলাদেশ দল উন্নতি করছে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন কিছু করার জন্য সঠিক সময় বেছে নেবে।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, “আমাদের অধিনায়কের দুর্দান্ত নক, তার পরে ক্লাসি লিটন। যদিও আমরা হেরেছি কিন্তু ইনশাআল্লাহ আমরা উন্নতি করছি এবং সঠিক সময়ে বেছে নিচ্ছি। শুধু দিনে তিনটি বিভাগেই ভালো করতে হবে। আসন্ন বিশ্বকাপে আমরা বিশেষ কিছু দেখতে পাব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, প্রথমবারের মতো দলের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
সম্প্রতি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
এছাড়া ফর্মের অভাবে বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।