ইন্টারপোলের হাত থেকে বাঁচতে দেশে ফেরার ঘোষণা দিলেন ধর্ষণের আসামি লামিছনে
ইন্টারপোলের হাত থেকে বাঁচতে দেশে ফেরার ঘোষণা দিলেন ধর্ষণের আসামি লামিছনে
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছনে। অভিযোগের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির সময় তিনি দেশে ছিলেন না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন এই ক্রিকেটার। এরপর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। তবে সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এই নেপালি ক্রিকেটার।
১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল লামিছনের বিরুদ্ধে। মেয়েটি নিজেই তার বিরুদ্ধে অভিযোগ করেছে। লামিছনের ভক্ত বলে দাবি করা মেয়েটির মতে, 21 আগস্ট লামিছনের সাথে দেখা করতে গেলে সে ধর্ষণের কথা স্বীকার করে। কিন্তু পরদিনই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেশ ছাড়েন লামিছনে। এরপর আর দেশে ফেরেননি তিনি।
তবে এএফপির তথ্য অনুযায়ী, তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নেপাল পুলিশ। আর এর মধ্যেই দেশে আসার কথা বললেন এই ক্রিকেটার। টুইটারে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। তিনি লিখেছেন, “আমার শরীরের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অভিযোগের বিরুদ্ধে লড়াই করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নেপালে ফিরে যাওয়ার পরিকল্পনা করছি।"
উল্লেখ্য, ধর্ষণের অভিযোগ ওঠার পর লামিছনেকে সরিয়ে দেয় সিপিএল।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (সিএএন) তাকে জাতীয় দলের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দিয়েছে।