এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা আফগানিস্তান; ফেরেন শেনওয়ারি
এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা আফগানিস্তান; ফেরেন শেনওয়ারি
চলতি মাসের ২৭ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবী। প্রায় দুই মাস পর আফগান দলে ফিরেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ এবারের আসরের আয়োজক দেশ শ্রীলঙ্কা। এরই মধ্যে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে বেশ শক্তিশালী দল গড়েছে আফগানরা। এই দলে চমক ১৭ বছর বয়সী লেগ স্পিনার নূর আহমেদ। স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরেক লেগি কাইস আহমেদ।
এশিয়া কাপের দল নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক নূর মালিকজাই বলেছেন, "শেনওয়ারি অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও দারুণ ফর্মে আছেন। সাম্প্রতিক টি-টোয়েন্টি লিগেও তিনি অসাধারণ পারফর্ম করেছেন। তার উপস্থিতি আমাদের ব্যাটিং লাইন আপে বাড়তি মাত্রা যোগ করবে।''
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের স্কোয়াড:
মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), আফসার জাজাই,
আজমাতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতুল্লাহ শাহিদি, হজরতুল্লাহ জাজাই,
ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নজিবুল্লাহ জাদরান, নবীন হারান, নবীন হাসান।
নূর আহমদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি।
স্ট্যান্ডবাই: নিজাত মাসুদ, কায়েস আহমেদ, শরফুদ্দিন আশরাফ।