দল থেকে বাদ দেওয়ায় অবাক নন কেন উইলিয়ামসন

আগামী বছর শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৬তম আসর। যার নিলাম অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বর মাসে। আর তার আগেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে বাদ দিয়েছে সানরাইজার্স হায়েদ্রাবাদ। ফলে গত আসরের মতো এই আসরে সানরাইজার্স হায়েদ্রাবাদের হয়ে আর নেতৃত্বে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে।   তবে দলের ভক্তদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই…

আগামী বছর শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৬তম আসর। যার নিলাম অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বর মাসে। আর তার আগেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে বাদ দিয়েছে সানরাইজার্স হায়েদ্রাবাদ। ফলে গত আসরের মতো এই আসরে সানরাইজার্স হায়েদ্রাবাদের হয়ে আর নেতৃত্বে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে।

 

তবে দলের ভক্তদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই তারকা। তাদেরকে ধন্যবাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোষ্ট করে উইলিয়ামসন লিখেন, ” ফ্র‍্যাঞ্চাইজি, সতীর্থ এবং স্টাফদের বলতে চাইওরা অসাধারণ। অনেক ধন্যবাদ। ওদের জন্যই এই আট বছর উপভোগ করেছি। এই দল এবং এই শহর আজীবন আমার কাছে ভীষণ স্পেশাল হয়েই থাকবে।

 

দল থেকে বাদ দেওয়ায় অবাক হননি উইলিয়ামসন। তিনি বলেন, ” আমাকে ছেঁটে ফেলায় অবাক হইনি। এভাবেই দল এগিয়ে যায়। সত্যিই ভীষণ উপভোগ করেছি এখানে। প্রচুর স্মৃতি আছে। প্রচুর ক্রিকেট প্রতিযোগিতা চলছে সারা বিশ্বে। আইপিএল নিশ্চিত ভাবে অসাধারণ একটা প্রতিযোগিতা। প্লেয়াররা সব সময় বিভিন্ন দলে খেলার সুযোগ পায়। প্রচুর বিকল্প রয়েছে। আমি সব ফরম্যাটে খেলতে ভালোবাসি।

 

২০২৩ সালের আইপিএলের জন্য নিলাম হতে পারে চলতি বছরের ডিসেম্বরে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই নিলাম করতে পারে বিসিসিআই। ধারণা করা হচ্ছে, ১৬ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হতে পারে।

Similar Posts

  • ফেরার মন্ত্র জানতেন হাসরাঙ্গা

    ফেরার মন্ত্র জানতেন হাসরাঙ্গা ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের পোস্টার বয়। প্রায় প্রতিটি ম্যাচেই কার্যকর হয়ে উঠেছেন এই লেগ স্পিনার। নিজের খেলায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যেমন সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন, তেমনি এশিয়া কাপেও তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় এবারের বিশ্বকাপে বল হাতে আলো ছড়াচ্ছেন হাসরাঙ্গা। তবে পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ব্যয়বহুল বোলিংয়ের কারণে…

  • অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে সিঙ্গাপুরের সাবেক ক্রিকেটার ডেভিডের

    অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে সিঙ্গাপুরের সাবেক ক্রিকেটার ডেভিডের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে রয়েছে। সিরিজের প্রথম ম্যাচটি হয়েছিল মোহালিতে। তবে এই ম্যাচের পাশাপাশি সবার চোখ ছিল আরেক ক্রিকেটারের দিকে। জোরালো গুজব ছিল যে টিম ডেভিড, যিনি একসময় সিঙ্গাপুর দলের হয়ে খেলতেন, ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক…

  • লিটনকে কী টিপস দিলেন বাবর-রিজওয়ান?

    লিটনকে কী টিপস দিলেন বাবর-রিজওয়ান? বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের স্বাদ পেয়েছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ। তবে কিছু ক্রিকেটার তাদের ব্যক্তিগত পারফরম্যান্সে সবসময়ই উজ্জ্বল ছিলেন। এই সিরিজেও ব্যাট হাতে সাফল্য পেয়েছেন লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও হাফ…

  • কোহলি তার ব্যাটিং ভিডিও দেখেন না

    কোহলি তার ব্যাটিং ভিডিও দেখেন না বিরাট কোহলির ব্যাটে বেশিদিন হাসি নেই। আর তাতেই তোলপাড় গোটা ক্রিকেট বিশ্ব। সেই অন্ধকারের কালো মেঘ সরিয়ে আলোর মুখ দেখেছেন ভারতীয় ব্যাটসম্যান। গত বছর এশিয়া কাপে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর, কোহলি এবার বিশ্বকাপ উপভোগ করছেন। আর বরাবরের মতোই প্রশংসার জোয়ারে ভাসছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচে…

  • বাবর আজমের বেতন বেড়েছে

    বাবর আজমের বেতন বেড়েছে ২৭ আগস্ট উদ্বোধন হবে এশিয়া কাপ। এশিয়ান দলগুলো ইতিমধ্যেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত প্রতিটি দলই। ক্রিকেটের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান ২৮ তারিখ মুখোমুখি হচ্ছে। তবে তার আগেই সুখবর পেল পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডে আসার পর থেকে একের পর এক চমক দিয়ে চলেছেন রমিজ…

  • বিশ্বকাপের আগে ফ্লপ হয় সোহানের ব্যাট

    বিশ্বকাপের আগে ফ্লপ হয় সোহানের ব্যাট হারের বৃত্তে আরেকটি ব্যর্থ সিরিজ শেষ করল বাংলাদেশ। দলের পরাজয়ে সমালোচনামূলক বিশ্লেষণ, হারের কারণ খুঁজতে গিয়ে নানা বিষয় উঠে আসছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের দুঃখ আর ক্রিকেটারদের ভঙ্গুর পারফরম্যান্সের সঙ্গী বাংলাদেশ। বাংলাদেশ মাঝে মাঝে ক্রিকেটের যে নতুন ব্র্যান্ডের কথা বলে তা দেখা যায়নি। যেমন বাংলাদেশ দলে ফিনিশিং ভূমিকা পালনের…