বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই বাদ পড়বেন স্টিভেন স্মিথ?
অস্ট্রেলিয়ায় চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের অষ্টম আসরের মূল পর্ব।
আর দলে জায়গা হারাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে তাকে খেলানো হবে না।
ব্যাট হাতে আলো ছড়াতে পারছেন না অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক।
শেষ চার ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪১ রান।
তবে অন্যদিকে টিম ডেভিড তার ভালো পারফরম্যান্সে ভালো ফর্মে আছেন।
গত সেপ্টেম্বরে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
তিন ম্যাচে ১৩৬ রান করেন তিনি।
ভারতের বিপক্ষে ২৭ বলে ৫৪, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ৪২ এবং ইংল্যান্ডের বিপক্ষে ২৩ বলে ৪০ রান করেন।
আর এই পারফরম্যান্সের কারণেই হয়তো অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের পছন্দের দল ডেভিড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন,
"আমাদের দলের 15 জনেরই অবদান রাখার সুযোগ আছে।
আমি মনে করি না স্মিথের সেই সুযোগ আছে (নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে)।
দল ডেভিড খুব ভালো খেলছে। তবে স্মিথ অবশ্যই বিশ্বকাপের এক পর্যায়ে খেলবেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে।
ঘরের মাঠে শিরোপা ধরে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া। দেখা যাক ফিঞ্চের দল মাঠের 22 গজে কতটা আলো ছড়াতে পারে।