কাতার বিশ্বকাপে ৫০০ শ্রমিক মারা গেছে : বিশ্বকাপ প্রকল্পের প্রধান

কাতার বিশ্বকাপে ৫০০ শ্রমিক মারা গেছে : বিশ্বকাপ প্রকল্পের প্রধান

কাতারে অমানবিক কাজে নিয়োজিত রয়েছে লাখ লাখ শ্রমিক। বিশ্বকাপ প্রকল্পের প্রধান আল-থাওয়াদি বলেন, প্রায় পাঁচশ শ্রমিক মারা গেছেন।

 

আয়োজন আর আর্থিক খরচের দিক দিয়ে ইতিহাসের ব্যয়বহুল  বিশ্বকাপ হচ্ছে কাতার বিশ্বকাপ।  শুধু যে ব্যয়বহুল তা নয়। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের কারনে সংবাদ  শিরোনাম হচ্ছে কাতার। এবার কাতার সরকার  স্বীকার করলো, নির্মাণ কাজে প্রায় পাঁচশো জনের মতো শ্রমিক মারা গেছে।

 

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল  বিশ্বকাপকে আতিথেয়তা দিতে কয়েকবছর ধরে সেজেছে কাতার। আর এই সাজসজ্জার কাজে নিয়োগ দেওয়া হয় কয়েক লাখ শ্রমিক। সেইসব শ্রমিকদের মানবেতর জীবনযাপন নিয়ে এর আগে একাধিক খবর চাউর হয়েছে। এমনকি কর্মরত শ্রমিকদের মৃত্যর খবরও আসে, যা বরাবরই অস্বীকার করেছে কাতার সরকার।

 

অবশ্য এতদিন সেই ঘটনা অস্বীকার করলেও, শেষমেশ বেরিয়ে এলো আসল তথ্য। বিশ্বকাপের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে কাজ করতে গিয়ে প্রায় পাঁচশো জনের মতো শ্রমিকের মৃত্য হয়েছে বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। সংবাদসংস্থা সিএনএন জানায়, কাতার সরকার এর আগে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছে, প্রকৃতপক্ষে তা অনেক বেশি।

 

এর আগে সিএনএনকে কাতার সরকার জানায়, তাদের সাথে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে মাত্র ৩ জন অভিবাসী শ্রমিকের। এছাড়া কাজের বাইরে থাকা অবস্থায় এই কয়েক বছরে মারা গেছেন আরো ৪৭ জন শ্রমিক। এবার গণমাধ্যমের সঙ্গে এক আলাপে প্রায় পাঁচশো শ্রমিকের মৃত্যুর কথা বলেছেন বিশ্বকাপ প্রকল্পের প্রধান আল-থাওয়াদি।

 

শ্রমিক ইস্যুতেই নয়, কাতারকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিশ্বকাপের সময় মাদক এবং সমকামিতা নিষিদ্ধ করার কারণেও। তবে সব সমালোচনার দেয়াল টপকে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০ নভেম্বর থেকে মরুর দেশে শুরু হয়েছে ফুটবল মহারণ। মেগা ফাইনালের মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে আগামী ১৮ ডিসেম্বর।

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg