সৌরভ অধ্যায়ের পর ভারতীয় ক্রিকেটে রজার বিনির যুগ শুরু?
সৌরভ অধ্যায়ের পর ভারতীয় ক্রিকেটে রজার বিনির যুগ শুরু?
সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে থাকবেন না। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল সৌরভ সভাপতি পদে থাকবেন না। এবার সেই গুঞ্জনই সত্যি হল। সৌরভ অধ্যায়ের শেষে, প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার রজার বিনি বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা।
এবারের বিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮ অক্টোবর। 12 অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আর ১১ তারিখ পর্যন্ত শুধু রজার বিনি রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন। রাজীব সহ-সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন।
বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা মঙ্গলবার বলেন, “আমি সহ-সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছি।
বিনি সভাপতি পদে, জয় শাহ সেক্রেটারি ও আশীষ শেলার কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এখন পর্যন্ত খবর অনুযায়ী, সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।"
তাছাড়া টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া তথ্যও একই কথা বলে।
বিসিসিআই তাদের পাঁচটি পদও চূড়ান্ত করেছে, টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে,
"বিন্নি বিসিসিআই-এর নতুন সভাপতি হবেন। রাজীব শুক্লা সহ-সভাপতির পদ বজায় রেখেছেন।"
আইসিসির চেয়ারম্যান পদে সৌরভ লড়ছেন বলেও গুঞ্জন চলছে। রাজীবের দেওয়া তথ্য অনুযায়ী, 18 অক্টোবরের নির্বাচনে বিসিসিআই থেকে আইসিসিতে কে প্রতিনিধি হবেন তাও জানা যাবে। তাহলে কি মহারাজকে দেখা যাবে আইসিসির চেয়ারম্যান হিসেবে? মাত্র কয়েক মুহূর্ত অপেক্ষা করুন। এরপরই জানা যাবে আইসিসির এই পদে তাকে দেখা যাবে কি না।