বিশ্বকাপ ব্যর্থতার জন্য অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নিকোলাস পুরান
বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গেল বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ পড়তে হয় ওয়েস্ট ইন্ডিজকে। সুপার টুয়েলভেও উঠতে পারেনি নিকোলাস পুরানের দল। আর এমন ব্যর্থতার কারণে সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিকোলাস পুরান। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
অধিনায়কত্ব ছাড়ার পর পুরান বলেন, ” টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশার পর থেকে অনেক ভেবেছি অধিনায়কত্ব নিয়ে। অনেক গর্ব ও নিবেদন নিয়ে এ দায়িত্ব নিয়েছিলাম। গত একবছরে সবকিছু উজাড় করে দিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আমাদের বিচার করা উচিত হবে না, তবে সামনেই রিভিউয়ে আমি সম্পৃক্ত হব। দল হিসেবে একত্র হওয়ার আগে যেহেতু কয়েক মাস সময় আছে, আমি মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ( অধিনায়ক ঠিক করার ক্ষেত্রে) পর্যাপ্ত সময় দিতে চাই। “
তিনি আরও বলেন, ” আমি হাল ছাড়ছি না। এখনো আমি লক্ষ্যে স্থির আছি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়াটা সম্মানেরই মনে করি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি পুরোপুরি নিবেদন থাকবে আমার, এ নিয়ে সংশয় নেই। সিনিয়র ক্রিকেটার হিসেবে সহায়তাকারীর ভূমিকায় কাজ করতে মুখিয়ে আছি আমি। আমার বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও ব্যক্তিগত স্বার্থেই এখন আমার সরে যাওয়া উচিত। খেলোয়াড় হিসেবে কী দিতে পারি, সেদিকে পুরো মনোযোগ দেওয়া দরকার। নিজেদের সাফল্য পেতে আমি মরিয়া। ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সময়ে রান করে যাওয়ার দিকেই আমি পুরো মনোযোগ দিতে চাই। “
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ৪০ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পুরান। কিন্তু সেখানে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে মাত্র ১২ টি ম্যাচে। দেখা যাক ব্যর্থতা কাটিতে আবার মাঠের ২২ গজে কতোটা ছন্দে ফেরে উইন্ডিজ। পুরানের পর কে হতে যাচ্ছেন উইন্ডিজের নতুন অধিনায়ক সেটা নিয়েই এখন জল্পনা কল্পনা চলছে।