দেড় সেঞ্চুরি পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড
দেড় সেঞ্চুরি পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড
পাকিস্তানে নিরাপত্তা সংকটের কারণে বিশ্বের বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে দেশটিতে যেতে অনীহা প্রকাশ করছে।
তার মধ্যে নিউজিল্যান্ডও রয়েছে। কিউইরা শেষবার পাকিস্তানে খেলেছিল ২০০৩ সালে।
কিন্তু এবার শেষ হতে চলেছে ১৯ বছরের দীর্ঘ প্রতীক্ষা। ছয় মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড।
নিরাপত্তা সংকটের কারণে এক সময় পাকিস্তান সফর বাতিল করেছিল সব দেশ। পাকিস্তান তাদের হোম সিরিজের বেশিরভাগ দুবাইতে খেলতে বাধ্য হয়েছিল। ধীরে ধীরে সেই সমস্যা কাটিয়ে উঠেছে পাকিস্তান। বিশ্বখ্যাত দলগুলো এখন নিয়মিত বাবর আজমের দেশে যান। কিছুদিন আগে যেমন খেলেছে ইংল্যান্ড।
দেড় সেঞ্চুরির পর চলতি বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। সেখানে দুটি দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত ২টি টেস্ট খেলবে এবং ৩টি ওডিআই ম্যাচ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অন্তর্ভুক্ত। ২৭ ডিসেম্বর টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত সফরের সবগুলো ম্যাচ করাচি ও মুলতানে অনুষ্ঠিত হবে।
এরপর, নিউজিল্যান্ড দ্বিতীয় রাউন্ডের জন্য পাকিস্তান সফর করবে এবং পাঁচটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু হবে।
এরপর টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।
দীর্ঘ অবরোধের পর গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ড দলের। সবকিছু চূড়ান্ত হওয়ার পর নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত দেশটির সফর বাতিল করা হয়। তবে এবার তেমন কোনো জটিলতা নেই। কারণ, সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডসহ বিশ্বের অনেক দল শান্তিপূর্ণভাবে পাকিস্তান সফর করেছে।
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছে বাবর আজমের দল। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে দলটি। ত্রিদেশীয় সিরিজের পর বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। বাবরের হাত ধরে আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। ১৬ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের ৮ম আসর।