ওয়ানডেতে প্রথম উইকেট শিকারী থমসন ‘আর নেই’
অ্যালান থমসন তার ক্যারিয়ারে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
তবে সেই এক ম্যাচেই অনন্য মাইলফলকের মালিক হয়ে গেলেন অস্ট্রেলিয়ার এই সাবেক পেসার।
ওডিআই ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম উইকেট শিকারী বোলার। থমসন 76 বছর বয়সে মারা যান।
থমসন 1970-71 অ্যাশেজে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।
প্রথম দুই ম্যাচেও খেলেছেন তিনি। কিন্তু মেলবোর্নে তৃতীয় টেস্টে বিপত্তি।
যেখানে বৃষ্টি একটা বলও করতে দেয়নি।
এমতাবস্থায় দুই দলের সম্মতিতে টেস্টের পরিবর্তে একদিনের ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়।
ওডিআই ক্রিকেটের জন্ম সেখান থেকেই। তখন অবশ্য ওয়ানডে ম্যাচ ছিল ৪০ ওভারের।
যেখানে 1 ওভারের জন্য 8 বল করতে হয়েছিল।
1971 সালের 5 জানুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের দ্বিতীয় ওভারে বল করতে আসেন থমসন।
ডানহাতি এই পেসারকে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন বয়কট।
থমসনের বোলিং বিশ্লেষণ ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচে ৮ ওভার বল করার পর ২২ রানে ১ উইকেট
সেই ম্যাচেও জিতেছিল তার দল। এদিকে থমসনের বোলিং ছিল অদ্ভুত এক অ্যাকশনে।
যে কারণে তাকে খেলতে নিয়ে তখনকার সব ব্যাটসম্যানরা খুব বিভ্রান্তিতে পড়েছিলেন।
থমসনের মৃত্যুতে শোকাহত ক্রিকেট বিশ্ব।
অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।