টেস্টে ফের এক নম্বর ব্যাটসম্যান হলেন লাবুশানে

টেস্টে ফের এক নম্বর ব্যাটসম্যান হলেন লাবুশানে

সম্প্রতি ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্নাস লাবুশানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও হাসলো অস্ট্রেলিয়ান এই ব্যাটারের  ব্যাট। দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মোট ৩০৮! আর তাতেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন লাবুশানে। মাত্র এক ম্যাচের ঝলকেই টেস্ট ক্রিকেটে ফের এক নম্বর ব্যাটসম্যান বনে গেলেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

 

ক্যারিবিয়ানদের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ২০৪ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন লাবুশানে। কিন্তু কে জানতো, দ্বিতীয় ইনিংসেও এমন অপ্রতিরোধ্য হয়ে উঠবেন এই অজি ব্যাটসম্যান। আরো একবার তিন অঙ্কের ম্যাজিক ফিগারের উদযাপন করলেন দ্বিতীয় ইনিংসেও। ইনিংসটা এবার ১০৪ রানের। এই দুটি ইনিংসের পারফরম্যান্সে পুরস্কার হিসেবে ৫০ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

 

এই রেটিং অর্জন করেই চলতি বছরের জুলাইয়ে হারানো রাজত্ব ফিরে পান লাবুশানে। সাদা পোশাকে রাজত্ব করে চলা এই অজি ব্যাটসম্যানের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩৫। অপরদিকে যাকে টপকে শীর্ষস্থানে দখল করলেন, পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারেননি সেই জো রুট। সে কারণেই সেরার তালিকায় ইংলিশ ব্যাটসম্যানকে টপকে যাওয়ার পথটা সহজ হয়ে গেছে লাবুশানের।

 

রাওয়ালপিন্ডি টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২৩ এবং ৭৩ রান করেন রুট। একই সময়ের ব্যাটে রান পেয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এবং পাকিস্তানের বাবর আজম। তাই র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে নেমে গেলেন রুট। ৮৯৩ রেটিং পয়েন্ট নিয়ে স্মিথের অবস্থান দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তানি অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৮৭৯। রুটের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৮৭৬-এ।

 

ওদিকে লাবুশানের সামনে আছে আরো একটি সুবর্ণ সুযোগ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো করতে পারলে, টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের কৃতিত্ব দেখানোর সম্ভাবনা থাকছে তার জন্য। সেই মাইলফলক ছুঁতে বেশি দূরে নয় লাবুশানে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করা ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। যার রেটিং পয়েন্ট ছিল ৯৩৮। আর ৪ পয়েন্ট পেলেই রেকর্ড গড়বেন লাবুশানে। তিনি কি পারবেন রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়তে? উত্তরের জন্য মাঠের ২২ গজ তো আছেই।

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg