বিশ্বকাপের আগে জয়াবর্ধনেকে পেয়েছে শ্রীলঙ্কা
বিশ্বকাপের আগে জয়াবর্ধনেকে পেয়েছে শ্রীলঙ্কা
কয়েকদিন আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। আর তাতেই দীর্ঘদিন পর ক্রিকেটে নিজেদের আধিপত্য ফিরে পেল শ্রীলঙ্কানরা। সেই ভালো ছন্দে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন দাসুন শানাকা। পরামর্শক কোচ হিসেবে দলে যোগ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। এরই অংশ হিসেবে জয়াবর্ধনেকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC)। এদিকে লঙ্কান শিবিরে দলের পরিকল্পনা সাজানোর দায়িত্বে থাকবেন জয়াবর্ধনে। এছাড়া ক্রিস সিলভারউড ও তার সহযোগীরা সবসময় কোচিং প্যানেলের দায়িত্বে থাকেন।
এশিয়া কাপ জয়ের পর শ্রীলঙ্কা দল ইতিমধ্যেই দারুণ খুশি। এমনকি এশিয়া কাপ জয়েও ড্রেসিংরুমের বাইরে থেকে পুরো টুর্নামেন্টে দলকে উজ্জীবিত রেখেছিলেন জয়াবর্ধনে। তবে শ্রীলঙ্কা দলে তাকে যুক্ত করা হবে বলে গত মাসে জানিয়েছিলেন দলের প্রধান নির্বাহী কর্মকর্তা। এখন তা বাস্তবায়ন করা হয়েছে।
এরই মধ্যে অস্ট্রেলিয়া পৌঁছেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ নেই তাদের। তবে মেলবোর্নে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। এরপরই বিশ্বকাপের মূল লড়াইয়ে নামবেন শানাকা। 16 অক্টোবর ভিক্টোরিয়ার জিলং ক্রিকেট গ্রাউন্ডে বাছাইপর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
জয়াবর্ধনে তার ক্রিকেট ক্যারিয়ারে অনেক জয়ের নায়ক। দেশের শিরোপা জিতে তার ব্যাট অনেকবার জ্বলে উঠেছে। জয়াবর্ধনে দলে যোগ দেওয়ায় শানাকার দলের শক্তি বেড়েছে। দেখা যাক, এই প্রাক্তন ক্রিকেটারের ছোঁয়ায় 22 গজে মাঠে কতটা সফল হয় শ্রীলঙ্কা।