বিশ্বকাপের মাঝপথে কার্তিকের চোট, দলে সুযোগ পাচ্ছেন ঋষভ পান্ত?
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত।
একই ম্যাচে দলের এক গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে দুঃসংবাদ পেল ভারতীয়রা।
উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে পিঠে চোট পান দিনেশ কার্তিক।
চোট পেয়ে মাঠ ছাড়লে শেষ কয়েক ওভারে গ্লাভস নিয়ে হাল ধরেন ঋষভ পন্ত।
তবে কার্তিকের চোটের অবস্থা এখনও জানা যায়নি।
মাঠ ছাড়ার পর একজন ফিজিওর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
এদিকে কার্তিকের ইনজুরির বিষয়ে তার সতীর্থ ভুবনেশ্বর কুমার ম্যাচের পর বলেছেন,
"কার্তিকের পিঠে সমস্যা আছে। ম্যাচের পর তাকে দেখিনি।
আমি হোটেলে ফিরে ফিজিও কী বলে তা খুঁজে বের করব।"
এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেননি কার্তিক।
তার জায়গায় ভারতীয় বেঞ্চে বসেছেন পন্ত। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কার্তিকের জায়গা নিতে সর্বদা প্রস্তুত।
২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।
তবে ওই ম্যাচে কার্তিককে দেখা যাবে নাকি পন্ত খেলবেন তা জানা যায়নি।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচেও সুযোগ পাননি পান্ত।
তবে ম্যাচে সুযোগ না পেলেও তার ব্যাটে বিশ্রাম নেই।
নিয়মিত ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলনে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগেও তাকে নেটে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গেছে।
মাঠে সুযোগ পেলে তা প্রমাণ করতে পারেন পন্ত।