এশিয়া কাপে ওপেনারের ভূমিকায় সাকিব আল হাসান?
এশিয়া কাপে ওপেনারের ভূমিকায় সাকিব আল হাসান?
৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টিম বাংলাদেশের এশিয়া কাপ।
এশিয়া কাপে অংশ নিতে এরই মধ্যে সাকিবের নেতৃত্বে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
তবে এশিয়া কাপের জন্য নির্বাচকরা যে স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে দুই স্বীকৃত ওপেনার ছিলেন। এনামুল হক বিজয়, ও পারভেজ ইমন। সোহানের ইনজুরির পর অবশ্য দলে জায়গা পেয়েছেন ওপেনার নাঈম শেখ।
তবে এশিয়া কাপ শুরুর আগে টিম বাংলাদেশের কোন জুটি ইনিংস ওপেন করবে তা নিয়ে ক্রিকেট মহলে চলছে নানা গুঞ্জন।
টিম বাংলাদেশের সম্ভাব্য ওপেনারের বিষয়টি এখন এশিয়া কাপের সবচেয়ে আলোচিত বিষয়।
সব জল্পনা-কল্পনার পর ওপেনার নির্বাচনের দায়িত্ব এখন সাকিবের হাতে।
আসন্ন এশিয়া কাপে কে ওপেন করবেন তা ঠিক করবেন অধিনায়ক সাকিব আল হাসান।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন,
‘ওপেনার বাছাইয়ের সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের হাতে।
ইমন না খেললে বিজয়ের সঙ্গে কে ওপেনিংয়ে যাবেন তা সাকিবই ঠিক করবেন।
সাকিবের অনুরোধে এশিয়া কাপে রাখবেন মুশফিকুর রহিম।
গুঞ্জন চলছে, মুশফিকও আসতে পারেন ওপেনার হিসেবে। সেভাবেই সে নিজেকে প্রস্তুত করছে।
এ প্রসঙ্গে পাপন বলেন, অনেক জায়গায় যেভাবে বলা হচ্ছে তা ঠিক নয়। বলা হচ্ছে ওপেনিংয়ে আমাদের তামিম, লিটন নেই। তাই একটা বড় ফাঁক আছে। তাই ইমন আসতে পারে। ইমন না এলে কে আসবে? শেখ মাহেদী বাড়িতেই খুলতেন। , মেহেদী হাসান মিরাজও করতেন। তাই অপশন আছে, মুশফিক আছে। এটা সব পরিস্থিতির উপর নির্ভর করে।"
তবে ওপেনিং প্রশ্নে পাপন বলেন, সাকিব চাইলে সাকিব নিজেও ইনিংস ওপেন করতে পারেন। পাপন বলেন, ‘আসল সিদ্ধান্ত নেবেন অধিনায়ক। এখন অধিনায়কও খুলতে পারেন। সে বললে খুলব। তাহলে আমাদের কিছু বলার আছে? তিনি (সাকিব) যদি আত্মবিশ্বাসী হন যে তিনি ওপেন করবেন, তাহলে বলার কিছু নেই।
জিম্বাবুয়ে সফরে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাস। অন্যদিকে, তামিম টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর থেকে তার সেবা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে না পারায় এশিয়া কাপে নেই বিপিএলের আবিষ্কার মুনিম শাহরিয়ার। বাংলাদেশ তাই উদ্বোধনী সংকটে রয়েছে। দেখা যাক এশিয়া কাপে টাইগাররা কীভাবে এই সংকট থেকে বেরিয়ে আসে।