লিটনদের আইপিএলে দেখতে চান রোহিত শর্মা

লিটনদের আইপিএলে দেখতে চান রোহিত শর্মা

এমনকি লিটন দাসদের মতো তারকাদেরও নিলামে নেয়নি কোন দল। তবে বাংলাদেশিদের আইপিএলে আরো  সুযোগ পাওয়া উচিৎ বলে মনে করছেন রোহিত শর্মা। 

 

ক্রিকেট বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি লিগ হিসেবে ধরা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। কিন্তু ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগে খুব একটা সুযোগ মেলে না বাংলাদেশি ক্রিকেটারদের। মুস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান ছাড়া আর কাউকে যেন চোখেই পড়েনা আইপিএল দলগুলোর। এমনকি লিটন দাসদের মতো তারকাদেরও নিলামে নেয়নি কোন দল। তবে বাংলাদেশিদের আইপিএলে আরো  সুযোগ পাওয়া উচিৎ বলে মনে করছেন রোহিত শর্মা। ভারত- বাংলাদেশ সিরিজের আগে সংবাদ সম্মেলনে এমনটাই বললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

 

 সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে আলো ছড়িয়ে আলোচনায় এসেছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। তারমধ্যে জোরেশোরে শোনা যাচ্ছে লিটন দাস এবং তাসকিন আহমেদের নাম। এবারের আইপিএলের নিলামে জায়গাও পেয়েছেন মোট ৬ জন বাংলাদেশি ক্রিকেটার। 

 

বাংলাদেশে  সিরিজ খেলতে এসে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ” আশা করি ওরা (বাংলাদেশিরা) সুযোগ পাবে। ওরা বেশ ভালো ক্রিকেটার। সুযোগ পেলে ভালো করার সম্ভাবনা আছে। আইপিএলের দলগুলোর পরিকল্পনায় নিশ্চয় বাংলাদেশি পারফর্মারদের থাকা উচিৎ। “

 

এবারের আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে আছেন সাকিব, লিটন, তাসকিন, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব এবং নাসুম আহমেদ। তবে নিলামের আগেই মুস্তাফিজকে দলে রেখে দিয়েছে  দিল্লী ক্যাপিটালস। গেল আসরেও দিল্লীর জার্সিতে আইপিএল মাতিয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন। ভালো পারফরম্যান্সও করেছেন তিনি।

 

 ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। সফরে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয়রা। এদিকে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। চোটের কারণে নিয়মিত অধিনায়ক তামিমের পরিবর্তে এই দায়িত্ব পেয়েছেন তিনি। সঙ্গে ব্যাটিংয়েও গুরুদায়িত্ব থাকছে লিটনের ওপর। অন্যদিক বিশ্রাম কাটিয়ে এই সিরিজ দিয়েই দলে ফিরেছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg