রোহিত শর্মাকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন গাপটিল
রোহিত শর্মাকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন গাপটিল
আইসিসির ব্যস্ত ক্রিকেট সূচির কারণে প্রতিটি দলই তাদের তারকা খেলোয়াড়দের সতেজ রাখতে বিশ্রাম দিচ্ছে। যেমন জিম্বাবুয়ে সফরে নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতের কৌশল মূলত এশিয়া কাপে রোহিতকে ফ্রেশ করা। বিশ্রামে থাকা রোহিতকে ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিল
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন।
তৃতীয় বলে ১৩ বলে ১৫ রান করেন গাপটিল এবং কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি। আর এই রান দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন গাপটিল ভারতীয় অধিনায়ককে পেছনে ফেলে।
তবে এই কৃতিত্ব অর্জনে তিনি রোহিত শর্মার চেয়ে কম ইনিংস খেলেছেন। 121 ম্যাচে 3,497 রান, 2 সেঞ্চুরি এবং 20 অর্ধশতকের সাহায্যে গাপটিল শীর্ষে রয়েছেন। ১৩২ ম্যাচে চার সেঞ্চুরি ও ২৭ ফিফটির সাহায্যে ৩,৪৮৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। এদিকে, 99 ম্যাচে 30 অর্ধশতকে 3,308 রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
কিন্তু রেকর্ড গড়ার ম্যাচটি গাপটিল নিজে কতটা উপভোগ করেছেন সেটাই প্রশ্ন। ওইদিন তার দল নিউজিল্যান্ড তাদের ম্যাচে হেরে যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ১৪৫ রান করেছে নিউজিল্যান্ড। জবাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৬ বল হাতে রেখেই জিতে নেয় ৮ উইকেটে।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গাপটিলের এই বিশ্ব রেকর্ডের পর অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনও কিছু জানাননি রোহিত।