প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল-শফিউল
প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল-শফিউল
একই দিনে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন বাংলাদেশের দুই তারকা পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
লাল বলের ক্রিকেটে তাদের দেখা যাবে না। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
অবসর প্রসঙ্গে রুবেল বলেন, ‘আমি আর নিজেকে টেস্ট ক্রিকেটে ভাবি না। তাই প্রথম শ্রেণির ক্রিকেট খেলার কোনো মানে হয় না। আমার জায়গায় একজন নতুন পেসার সুযোগ পেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে।
রুবেলের পর প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম। তিনি বলেন, “আমি অনেক বছর ধরে ক্রিকেট খেলছি, তাই একটা বডি ফ্যাক্টর আছে। আমি সবকিছু বিবেচনা করেছি। টেস্ট ম্যাচ খেললে ইনজুরিতে পড়ব বলে শঙ্কিত। ফিটনেস ফ্যাক্টরও আছে। আমি এই সব বিবেচনা করছি. আমি চারদিনের বিসিএল না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলব। "
এক সময় টিম বাংলাদেশের বোলিং ভরসা ছিলেন রুবেল। তিনি আর দলের অটো চয়েস নন। মুস্তাফিজ, শরিফুল, তাসকিনের ভিড়ে এক সময়ের নির্ভরযোগ্য এই পেসার টিম বাংলাদেশে সুযোগ পান না।
রুবেল 2007 সালে খুলনা বিভাগের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। 15 বছরের ক্যারিয়ারে তিনি 60টি প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন। তিনি 97 উইকেট নেন। এছাড়া ২০০৯ সালে বাংলাদেশের জার্সিতে টেস্ট অভিষেক হয়। ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন।
অন্যদিকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আর নেই শফিউল।
শফিউল ৬২টি প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন। তিনি 164 উইকেট নেন।
প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অনেকেই তাদের মঙ্গল কামনা করেছেন।