সমালোচকদের কড়া জবাব দিলেন রমিজ রাজা
বর্তমানে ত্রিদেশীয় সিরিজ খেলতে ব্যস্ত পাকিস্তান দলের ব্যাটিং দেখে।
মনে হচ্ছে পাকিস্তান বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে।
কারণ, টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান
আর দলের সামনে তিন নম্বর ব্যাটসম্যান বাবর আজম। কিন্তু অনেক সমস্যা আছে।
পাকিস্তানের মিডল অর্ডারের ব্যর্থতা গত এশিয়া কাপেও স্পষ্ট হয়েছিল।
যে কারণে ফাইনালে উঠলেও শিরোপা ঘরে তুলতে পারেনি দলটি।
বাবর-রিজওয়ান আউট হলে দলের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যায়।
এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। এদিকে দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপের আগে দলের নাজুক ব্যাটিং নিয়ে সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
শোয়েব আখতার থেকে ওয়াসিম আকরাম,
কেউই বাদ যায়নি। পাকিস্তানের ব্যাটিং লাইনআপে শোয়েব মালিকের প্রয়োজন আছে বলে মনে করছেন অনেকে।
এশিয়া কাপের পর ফখর জামানের বাদ পড়া নিয়ে সমালোচনার শেষ নেই।
এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।
দলের ব্যাটিংয়ে এই সমস্যা সমাধানে ক্রিকেট পরিকাঠামো থেকে শুরু করে সব স্তরেই কাজ করছে বোর্ড।
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির উদাহরণ দিয়ে রমিজ বলেন, পাকিস্তান দলে এমন কেউ নেই।
এ প্রসঙ্গে রমিজ বলেন,
'গত বিশ্বকাপে আমরা এটা (দলের অভিজ্ঞ খেলোয়াড়) করেছিলাম। আমার তাতে কোন সমস্যা নাই।
ক্রিকেটে ভালো দল সম্পর্কে আমার দর্শন হলো দল নির্বাচনে ধারাবাহিকতা থাকতে হবে।
এছাড়া দলের অধিনায়কের হাত সবসময় শক্ত রাখতে হবে।''
তিনি আরও বলেন, ''আমাদের বেঞ্চে কোনো মেসি বসে নেই।
আমরা এমন কাউকে দলে রাখিনি যে সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। আমাদের কাছে বিকল্প কম।
বিকল্প বাড়াতে বয়সভিত্তিক ক্রিকেটের ওপর জোর দিন। হয়তো এখন আমাদের কাছে নেই।
তবে খেলোয়াড় নির্বাচনের সুবিধার্থে অধিনায়ককে যথেষ্ট বিকল্প দেওয়াই আমার দর্শন। '
ত্রিদেশীয় সিরিজ শেষ করে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে পাকিস্তান। রিজওয়ান,
বাবরও বাউন্সি উইকেটে নির্ভরতার নাম। তবে মিডল অর্ডার ব্যাটিং নিয়ে চিন্তা থেকেই যায়।
রমিজ এক সাক্ষাৎকারে বলেছেন, বাবর আজমের হাতে কাপ দেখতে চান তিনি।
কিন্তু টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতা পাকিস্তানকে আবারও ভুগবে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।