দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন কেশব মহারাজ
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন কেশব মহারাজ
গত এক বছর ধরে দারুণ ছন্দে ব্যাট করছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কেশব মহারাজ।
এবার তার স্বীকৃতি মিলল। ক্রিকেটারদের ভোটে বছরের সেরা ক্রিকেটারের খেতাব পেলেন এই বাঁহাতি স্পিনার।
তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা খেলোয়াড়।
অন্যদিকে নারী বিভাগে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পেসার আয়াবাঙ্গা খাকা।
2021-2022 মৌসুমের জন্য বিভিন্ন বিভাগে দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে।
সেখানে সবাইকে পেছনে ফেলে সেরা খেলোয়াড়দের জায়গা করে নেন মহারাজ ও খাকা।
টেস্টে পেসার কাগিসো রাবাদা বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
ওয়ানডেতে জেনেম্যান মালান এবং টি-টোয়েন্টিতে এইডেন মার্করাম।
গত মৌসুমে তিন ফরম্যাটে ৭১ উইকেট নিয়েছিলেন মহারাজ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেন এবং দুই ইনিংসে সাত উইকেট নেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ইনিংসে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন মহারাজ। এছাড়া ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংসও খেলেছেন।
রাবাদা ৮ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন। মালান 8 ম্যাচের সাত ইনিংসে 509 রান করে সেরা ওডিআই ক্রিকেটার। তার ব্যাটিং গড় ছিল ৮৩.৮৪।
দেশের টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থানে আছেন এইডেন মার্করাম। প্রায় 150 স্ট্রাইক রেটে তিনি 391 রান করেন। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে মার্করাম।
বছরের সেরা হতে পেরে কেশব খুবই উচ্ছ্বসিত। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
কেশব বলেছেন, "আমি ধারাবাহিকভাবে এই ফর্ম বজায় রাখতে চাই। যতদিন খেলব,
আমি দক্ষিণ আফ্রিকার জন্য অবদান রাখতে চাই"।