ভারত বাংলাদেশকে এখন আন্ডারডগ ভাবে না : লিটন দাস
তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সেই সাথে লিটনের দাবী ভারত বাংলাদেশকে এখন আর আন্ডারডগ ভাবেনা।
চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সিরিজ শুরুর আগে হঠাৎ করেই এত বড় দায়িত্ব পাওয়ায় রোমাঞ্চিত লিটন। সিরিজ শুরুর পূর্বে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটার।সেই সাথে লিটনের দাবী ভারত বাংলাদেশকে এখন আর আন্ডারডগ ভাবেনা।
ভারত – বাংলাদেশ সিরিজ মাঠে গড়ানোর আগে শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লিটন। সেখানে বিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অধিনায়কত্বর সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। এত বড় সিরিজে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই ভালো করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
৭ বছরের ক্যারিয়ার কেমন ছিল জানতে চাওয়া হলে খুব অল্প কথায় বুঝিয়ে দেন লিটন। অনেক মজার ছিল, উন্থান পতন ছিল বলেও জানান তিনি। তবে সব মিলিয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক অনেক রোমাঞ্চিত। লিটন আরও বলেন, দেশের হয়ে খেলার এবং দেশকে নেতৃত্ব দেওয়ার মত বড় স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। আর সে স্বপ্ন পূরণও হওয়ায় রোমাঞ্চিত।এর আগে ২০২১ সালে মাহমুদউল্লাহ রিয়াদ নিউজিল্যান্ড সফরে চোটে পড়লে দায়িত্ব পান লিটন।অবশ্য সেটি তার কাছে ছিল ‘ ভ্যাকেশন ‘ এর মতো।
দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে জানতে চাওয়া হলে লিটন বলেন, এই সিরিজ নিয়ে তারা অনেক রোমাঞ্চিত। ভারত অবশ্যই ভালো দল এবং তাদের খ্যাতি, সামর্থ্য সবই আছে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে বলেও মনে করেন লিটন। সেই সাথে লিটন দাবি করেন ভারত এখন আর বাংলাদেশকে আন্ডারডগ ভাবে না।
সাংবাদিকরা টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের কাছে জানতে চান, সিরিজে এগিয়ে কারা? জবাবে লিটন ভারতকে এগিয়ে রাখলেও ঘরের মাঠে বাংলাদেশও যে অনেক ভালো দল সেটাও বলেন। টাইগাররা ৭ মাস আগে ওয়ানডে খেলেছে কিন্তু ভারত নিউজিল্যান্ড সফর থেকে মাত্রই আসায় তারা এগিয়ে থাকবে বলে মনে করেন লিটন। মিরপুরের উইকেট সম্পর্কে ভারতীয়দের ভালো ধারণা না থাকায় এই সুযোগটিই কাজে লাগাতে চান লিটনরা।
সর্বশেষ দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সে বার সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। লিটনরা চান এবারও ঘরের মাঠে সিরিজ জিতে নিতে।