ভারতের বিপক্ষে জয়ের নায়ক মিরাজ কি বললেন?
ভারত – বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগেই এই সিরিজ
নিয়ে দর্শক চাহিদা তুঙ্গে। ৪ ডিসেম্বর ভারত – বাংলাদেশের প্রথম ওয়ানডেও ছিলো গ্যালারিতে উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনার ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্বাগতিক বাংলাদেশ । আর এমন জয়ের পর দর্শকদের আশার পালেও লেগেছে হাওয়া। সিরিজ ঘিরে বাড়ছে বাড়তি উত্তেজনা। এই ম্যাচের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতবধের নায়কও।
প্রথমে ব্যাট করতে নেমে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন মেহেদী হাসান মিরাজ। দলকে এনে দেন এক অবিশ্বাস্য জয়। আর তাকে সঙ্গ দেন মুস্তাফিজুর রহমান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ম্যাচ জয়ের নায়ক। মজা করেই মিরাজ বলেন, তার কথা শুনে তাকে অনেকে পাগল বলতে পারেন, তবে ম্যাচ জিতে তিনি দারুন খুশি। মিরাজ বলেন, ম্যাচ জয়ের ব্যাপারে তার আত্মবিশ্বাস ছিল। তিনি বিশ্বাস করেছিলেন, এই ম্যাচে তাদের জেতা সম্ভব । মিরাজের কাছে একবারও মনে হয়নি তারা ম্যাচটা হারবে। মিরাজ ক্রিজে থাকা মুস্তাফিজকে একটা কথাই বারবার বলেছিলেন, তারা পারবেন। বারবার তিনি নিজেকে বলেছেন তারা ম্যাচটা জিততে পারবেন।
মিরাজের সঙ্গে উইকেটে থাকা মুস্তাফিজের প্রশংসা করে মিরাজ আরো বলেন, সবচেয়ে বড় কথা হলো মোস্তাফিজ খুব ভালো সাপোর্ট দিয়েছে। একটা জিনিস তার খুব ভালো লেগেছে যে মোস্তাফিজ খুব আত্মবিশ্বাসী ছিল। ফিজ বারবার মিরাজকে বলছিলেন তাকে নিয়ে টেনশন করার কিছু নেই। তিনি ঠেকিয়ে দিচ্ছেন, আউট হবেন না, গায়ে বল লাগলেও সমস্যা নেই। আর ফিজের এই বিশ্বাস মিরাজের খুব কাজে লেগেছে বলে জানান তিনি। কাটার মাস্টারের আত্মবিশ্বাস দেখে মিরাজের আত্মবিশ্বাসও বেড়েছে বলে জানান মিরাজ।
মিরাজ আরও বলেন, লাস্টের ব্যাটার হাসানকেও তিনি একই কথা বলেছিলেন যে চার পাঁচটা বল যদি তিনি খেলতে পারেন তাহলে মিরাজের জন্য সহজ হয়ে যাবে। মিরাজ চিন্তা করেছিলেন এবাদতকে দিয়ে ১৫ রান করবেন, হাসানকে দিয়ে ২০ রান করবেন। মোস্তাফিজকে দিয়ে শেষে ১৫ – ২০ রান যা লাগে সেটা করবেন। আর এভাবে এগোনই তার চিন্তা ছিল বলে জানান তিনি। আর শেষ পর্যন্ত এক উইকেট বাকি থাকতেই টার্গেটে পৌঁছে যায় বাংলাদেশ। জয়ের হাসি হাসে টাইগাররা। ম্যাচ জয়ের পর প্রশংসার জোয়ারে ভাসছেন ম্যাচের নায়ক মিরাজ।