দল থেকে বাদ দেওয়ায় অবাক নন কেন উইলিয়ামসন
আগামী বছর শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৬তম আসর। যার নিলাম অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বর মাসে। আর তার আগেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে বাদ দিয়েছে সানরাইজার্স হায়েদ্রাবাদ। ফলে গত আসরের মতো এই আসরে সানরাইজার্স হায়েদ্রাবাদের হয়ে আর নেতৃত্বে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে।
তবে দলের ভক্তদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই তারকা। তাদেরকে ধন্যবাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোষ্ট করে উইলিয়ামসন লিখেন, ” ফ্র্যাঞ্চাইজি, সতীর্থ এবং স্টাফদের বলতে চাই– ওরা অসাধারণ। অনেক ধন্যবাদ। ওদের জন্যই এই আট বছর উপভোগ করেছি। এই দল এবং এই শহর আজীবন আমার কাছে ভীষণ স্পেশাল হয়েই থাকবে। “
দল থেকে বাদ দেওয়ায় অবাক হননি উইলিয়ামসন। তিনি বলেন, ” আমাকে ছেঁটে ফেলায় অবাক হইনি। এভাবেই দল এগিয়ে যায়। সত্যিই ভীষণ উপভোগ করেছি এখানে। প্রচুর স্মৃতি আছে। প্রচুর ক্রিকেট প্রতিযোগিতা চলছে সারা বিশ্বে। আইপিএল নিশ্চিত ভাবে অসাধারণ একটা প্রতিযোগিতা। প্লেয়াররা সব সময় বিভিন্ন দলে খেলার সুযোগ পায়। প্রচুর বিকল্প রয়েছে। আমি সব ফরম্যাটে খেলতে ভালোবাসি। “
২০২৩ সালের আইপিএলের জন্য নিলাম হতে পারে চলতি বছরের ডিসেম্বরে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই নিলাম করতে পারে বিসিসিআই। ধারণা করা হচ্ছে, ১৬ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হতে পারে।