ভারত সিরিজে বাংলাদেশ দলে ডমিঙ্গো যোগ দিচ্ছেন, কী হবে শ্রীরামের সঙ্গে?
দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টিতে লড়াই করা বাংলাদেশের ভালো সময় ফিরিয়ে আনতে ভারত থেকে উড়ে আসা হয় শ্রীধরন শ্রীরামকে।
বলা যায় যে তিনি সেটাই করেছেন। অবশ্য রাতারাতি সবকিছু বদলে গেছে, তাও নয়।
এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজে কোনো জয় না পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
যা তাদের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য।
কিন্তু বিশ্বকাপ মিশনের পর নতুন প্রশ্ন, শ্রীরাম কি এখনও টাইগারদের কারিগরি পরামর্শকের দায়িত্বে থাকবেন?
কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি রয়েছে।
এদিকে জানা গেছে, দীর্ঘ ছুটি কাটিয়ে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশে কাজ নিয়ে ব্যস্ত থাকবেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
শ্রীরাম সম্পর্কে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন,
"সে (শ্রীরাম) আমাদের কতটা সময় দিতে পারে তা আমাদের জানতে হবে।
আমরা তাকে কেমন চাই সেটাও একটা বিষয়।
যেহেতু ডমিঙ্গো আছেন, তাই ভারত সিরিজে কাজ করবেন তিনি।
তাই শ্রীরামের বিষয়টি আলোচনার বিষয়। এখনই কিছু বলতে পারছি না।"
এদিকে শ্রীরামের সঙ্গে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের রসায়ন জোরালো হয়ে উঠেছে।
এদিকে চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের ভোটও পেয়েছেন এই ভারতীয় কোচ।
সেক্ষেত্রে শ্রীরামের ব্যাপারে বোর্ড যদি অধিনায়কের মতামত নেয়,
তাহলে এই বিখ্যাত কোচের সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনাই বেশি।