ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া লঙ্কান ক্রিকেটার ১১ দিনের জেল থেকে জামিন পেলেন
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া লঙ্কান ক্রিকেটার ১১ দিনের জেল থেকে জামিন পেলেন
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুস্কা গুন্টিলকা। অবশেষে জামিন পেলেন এই লঙ্কান ক্রিকেটার। ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে সিডনির একটি আদালত তাকে জামিন দেয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সিডনির টিম হোটেল থেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন গুন্টিলকা। ইংল্যান্ডের কাছে হারের পর তার দল দেশে উড়ে গেলেও দলের সঙ্গে যেতে পারেননি তিনি। আদালতে জামিনের আবেদন করলেও গত ৭ নভেম্বর তার জামিন নামঞ্জুর হয়। অবশেষে ১১ রাত কারাগারে কাটানোর পর গত বৃহস্পতিবার আবারও স্থানীয় আদালতে জামিনের আবেদন করেন তিনি। আর তার আইনজীবী মুরুগান থাঙ্গারাজের তুমুল লড়াইয়ের পর জামিন পান এই ক্রিকেটার।
ধর্ষণ ছাড়াও চারটি অভিযোগ আনা হয় গুলতিলকার বিরুদ্ধে। অনুমতি ছাড়া যৌন সঙ্গমে লিপ্ত হওয়া ছাড়াও শ্বাসরোধের অভিযোগও ওঠে ওই মহিলার বিরুদ্ধে। তবে এর কোনো সত্যতা পায়নি পুলিশ। ওই নারীর গায়ে শারীরিক নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
অবশেষে এই লঙ্কান ক্রিকেটারের জামিন মঞ্জুর হলেও কড়া শর্ত মানতে হল তাঁকে। প্রতিদিন আদালতে হাজিরা দিতে হবে। ডেটিং অ্যাপের মাধ্যমে ডেটিং এবং অভিযোগকারীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করা যাবে না। পরে ১২ জানুয়ারি আবার শুনানি হবে আদালতে।
ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। অনেকেই তার ক্যারিয়ারের সমাপ্তি দেখেছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে হয়তো ক্রিকেটে ফিরবেন না। আর ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে কয়েক বছরের জেল হতে পারে এই ক্রিকেটারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার সমালোচনা করেছেন। অনেকে এটাও লিখেছেন যে ক্রিকেটের ভদ্রলোকের খেলায় একজন ক্রিকেটারের দ্বারা ধর্ষণ অনাকাঙ্ক্ষিত।