ক্যামেরুনের বিপক্ষে হার, নকআউট পর্বে ব্রাজিলের সামনে দক্ষিন কোরিয়া

ক্যামেরুনের বিপক্ষে হার, নকআউট পর্বে ব্রাজিলের সামনে দক্ষিন কোরিয়া

 নিজেদের প্রথম দুই ম্যাচে সার্বিয়া এবং সুইজারল্যান্ডকে হারিয়ে কর্তৃত্ব করেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ল্যাটিন আমেরিকার দেশটি। কিন্তু সেই উড়তে থাকা ব্রাজিলকে মাটিতে নামালো অনেকটা দুর্বল শক্তির ক্যামেরুন।

 

ফেবারিট হয়েই বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শুরুটাও পায় উড়ন্ত। নিজেদের প্রথম দুই ম্যাচে সার্বিয়া এবং সুইজারল্যান্ডকে হারিয়ে কর্তৃত্ব করেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ল্যাটিন আমেরিকার দেশটি। কিন্তু সেই উড়তে থাকা ব্রাজিলকে মাটিতে নামালো অনেকটা দুর্বল শক্তির ক্যামেরুন।

 

শুক্রবার রাতে নিয়মরক্ষার ম্যাচে বড় পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছেন ব্রাজিল কোচ তিতে। ক্যামেরুনের বিপক্ষে নামিয়ে দিলেন রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দের । কিন্তু তাতেই ধরা পড়ে গেল সেলেসাওরাদের দুর্বলতা । নিজেরা কোনো গোল দিতে তো পারেনি, উল্টো শেষমুহুর্তে এসে একটি গোল হজম করে বসে তারা। ভিনসেন্ট আবুবকরের গোলে হেরে যায় ব্রাজিল।

 

অবশ্য মার্টিনেল্লি, অ্যান্তনিরাও কম সুযোগ তৈরি করেননি। কেবল প্রতিপক্ষের জালের ঠিকানাটাই খুঁজে পাননি তারা। অপরদিকে শেষমুহুর্তের হেড থেকে গোল করে ম্যাচের নায়ক বনে গেলেন আবুবকর। কিন্তু গোল উদযাপনে জার্সি খোলার কারণে ডাবল হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ফরোয়ার্ডকে।

 

সেই ম্যাচের হিসাব নিকাশ বাদ দিয়ে ব্রাজিলের চোখ এখন দ্বিতীয় রাউন্ডে। যেখানে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের জন্য পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়বেন তিতে, থিয়াগো সিলভারা। ব্রাজিলের হারের রাতে পর্তুগালের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় রাউন্ডের জায়গা করে নেয় সনের দল।

 

এ নিয়ে কাতার বিশ্বকাপে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করতে পারলো না কোনো দলই। নাটকীয়তায় ভরপুর প্রথম রাউন্ড শেষে ওলটপালট হয়ে গেছে সব সমীকরণ, ভবিষৎবাণী। এবার দ্বিতীয় রাউন্ডে কি হতে যাচ্ছে, তা-ই দেখার অপেক্ষা। তবে হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা) মিশনে আসা ব্রাজিল এবার অনেকটা সতর্ক হয়েই এগোতে চাইবে।

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg