টি – ২০ বিশ্বকাপ জিতে হেলসের নজর এবার ওয়ানডে বিশ্বকাপে
টি – ২০ বিশ্বকাপ জিতে হেলসের নজর এবার ওয়ানডে বিশ্বকাপে
দলে ফিরেই জিতে নেন টি – টোয়েন্টি বিশ্বকাপ। এবার তার নজর আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দিকে। এমনটাই জানালেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস।
বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে বাইরে ছিলেন দীর্ঘদিন। চোখে পড়ার মতো পারফরম্যান্স করেও জায়গা হয়নি জাতীয় দলে। তবে মরগানের অবসরের পর আবার জাতীয় দলের দরজা খুলে যায় তার জন্য। দলে ফিরেই জিতে নেন টি – টোয়েন্টি বিশ্বকাপ। এবার তার নজর আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দিকে। এমনটাই জানালেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস।
সম্প্রতি আইএল টি – টোয়েন্টি লিগ খেলতে যাওয়া হেলসের কাছে সাংবাদিকরা জানতে চান, ওয়ানডে দলে ফিরতে চান কি না। জবাবে হেলস বলেন আপাতত তার ফোকাস শুধু টি – টোয়েন্টি ক্রিকেটেই। আর এটি এমন একটি ফরম্যাট যেখানে গত তিন বছর দারুণ সময় কাটাচ্ছেন তিনি। হেলস আরও জানান, বর্তমানে তিনি টি – টোয়েন্টি নিয়ে ভাবলেও মাথায় রাখছেন ওয়ানডে ফরম্যাটের কথা।
আগামী ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। হেলস বলেন, তিনি জানেন পরের ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। আর তার আগে অনেক সময় রয়েছে। তাই এই মুহুর্তে আইএল টি – টোয়েন্টি নিয়েই ভাবছেন। বাকিটা কী হয় সেটা পরেই দেখবেন বলেও মন্তব্য করেন এই ইংলিশ ওপেনার।
অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টি – টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। সেখানে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেন তিনি। তবে মরগান দলের নেতৃত্বে থাকলে হয়তো তার আর দলে ফেরা হতো না। তবে হেলস প্রত্যাশা করছেন ভালো পারফরম্যান্সের এই ধারা বজায় রাখবেন আইএল টি – টোয়েন্টি লিগেও।
সাংবাদিকদের হেলস আরো বলেন, টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার অনুভূতি তার কাছে বিশেষ কিছু। তিনি এটা ভাবেন নি যে জাতীয় দলে ফিরে আবার দলের হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন। বিশ্বকাপ জেতার অনুভূতি ব্যক্ত করতে যেয়ে হেলস বলেন, তার কাছে মনে হচ্ছিলো কিছু সময়ের জন্য তিনি যেন ঢেউয়ের সঙ্গে ভাসছিলেন।
ইংল্যান্ডই একমাত্র দল যারা একই সাথে ওয়ানডে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও চোখ এবার হেলসের। অন্যদিকে ঘরের মাঠে বিশ্বকাপ বলে ভারতও বিশ্বকাপ জিততে মরিয়া। শেষ পর্যন্ত হেলসের প্রত্যাশা হয় কিনা সেটা হয়ত সময়েই বলবে।তবে সময়টা এখন ইংলিশ ক্রিকেটারদের। আর সেখানে বহুদিন পর দলে ফিরে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হয়ে হেলসের বৃহষ্পতি যেন তুঙ্গে।