মেয়ের প্রেমিককেই মাঠে নামতে না দেওয়ার হুমকি দিলেন স্পেন কোচ

মেয়ের প্রেমিককেই মাঠে নামতে না দেওয়ার হুমকি দিলেন স্পেন কোচ

কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল পাওয়া তোরেসকেই মাঠে নামতে না দেওয়ার হুমকি দিলেন স্পেন কোচ লুইস এনরিকে। এরপর এমন আচরণ করলে তোরেসকে আর মাঠেই নামতে দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন এনরিকে।

 

কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল পাওয়া তোরেসকেই মাঠে নামতে না দেওয়ার হুমকি দিলেন স্পেন কোচ লুইস এনরিকে। কোস্টারিকার বিপক্ষে গোল পাওয়ার পর তার উচ্ছ্বাস প্রকাশের ধরণ দেখেই এই হুমকি দেন তিনি। এরপর এমন আচরণ করলে তোরেসকে আর মাঠেই নামতে দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন এনরিকে। 

 

স্পেন কোচ এনরিকের মেয়ের সঙ্গে তোরেসের সম্পর্কের কথা অজানা নয় কারো।তবে মেয়ের প্রেমিকের  আচরণ নিয়ে মোটেও খুশি নন স্পেন কোচ। গোল পেয়ে গালে আঙুল দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জোড়া গোল পাওয়া তোরেস। আর এটা দেখে এনরিকে বলেন, ” যদি গোল করে মুখে আঙুল দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, তা হলে সঙ্গে সঙ্গে ওকে মাঠ থেকে তুলে নেব। কোনও দিন আর ওকে ফুটবল মাঠে নামতে দেব না। “

এদিকে  এনরিকের মেয়ের সাথে সম্পর্কের কারণে তোরেসের পারফরম্যান্সে কোন প্রভাব ফেলে কি না এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে তোরেস বলেন, ” একেবারেই নয়। কোচ ও আমি দুজনেই জানি ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার খেলার থেকে কীভাবে আলাদা রাখতে হয়। উনি কোচ, আমি ফুটবলার। আমাদের সম্পর্কটা এখানে পেশাদারদের মতোই। ফলে কোনও সমস্যা হচ্ছে না।”

 

এর আগে এক সাক্ষাৎকারে এনরিকেকে প্রশ্ন করা হয়, মাঠে কোন ফুটবলারকে তিনি বেশি সময় দেন? জবাবে মজার ছলে এনরিকে বলেন, ” অবশ্যই তোরেস। না হলে মেয়ে আমার দিকে তেড়ে এসে গলাটাই কেটে ফেলতে পারে। “

 

উল্লেখ্য কোস্টারিকার বিপক্ষে ওই ম্যাচটিতে ৭ – ০ ব্যবধানে বিশাল জয় পায় স্পেন। তবে  ২৭ নভেম্বর জার্মানির বিপক্ষে  ড্র করে স্পেন। এরপর আগামী ১ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। দেখা যাক সেখানে গোল পান কিনা তোরেস,  আর গোল পেলে কেমন উদযাপন ই বা করেন তিনি।।

Subscription

Subscribe to us to receive the latest gaming news.

Traffic data

Provide a full range of digital marketing data reports.

tg