আইপিএলের আগামী আসরে কেমন হতে চলেছে বিরাট কোহলির দল?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) এর ১৬ তম আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। আগামী আসরে কেমন হতে পারে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নিলামের আগেই তার আভাস দিলেন কোচ মাইক হেসন।
দলের টপ অর্ডার ক্রিকেটারদের নিয়ে খুশি এই কোচ।
হেসন বলেন, ” নিজেদের টপ অর্ডার নিয়ে আমরা খুশি। ফাফ ( ডুপ্লেসি) , বিরাট, ফিন অ্যালেন এবং রজত পাতিদার রয়েছে। ওরা প্রত্যেকেই শক্তিশালী। “
ফিনিশার হিসেবে দিনেশ কার্তিককে নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। হেসন আরো বলেন, ” ফিনিশার হিসেবে গত বার দারুণ খেলেছে ডিকে। ফলে দলে নিজের জায়গা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল ও। যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ওর, যা আমাদের দলে অমূল্য। “
জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পা ভেঙেছেন দলে থাকা ম্যাক্সওয়েল। তবে তার ইনজুরি নিয়ে খুব বেশি ভাবছেন না হেসন। তিনি বলেন, ” ম্যাক্সওয়েলকে নিয়ে বেশি চিন্তা নেই। ওর ভাঙা পা দেখেই আমরা নিলামে গিয়েছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে। যা তথ্য পেয়েছি, তাতে আইপিএলের আগেই ওর সুস্থ হয়ে ওঠার কথা। ওর মতো ত্রিমাত্রিক ক্রিকেটার আমাদের দলের ভারসাম্য রাখার জন্য দরকারি। “
নিলামের আগে দলের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নামও প্রকাশ করে ফেলেছে সব দল। আর বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়েছে চার জন ক্রিকেটার।এখন পর্যন্ত একবার ও আইপিএল জিততে পারেনি কোহলির দল। এবার তাই শিরোপা জিততে মরিয়া বেঙ্গালুরু।
শেষ পর্যন্ত কোহলিরা এবারের আসরে আইপিএল ট্রফি উচিয়ে ধরতে পারেন কিনা এটাই এখন কোটি টাকার প্রশ্ন।